স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে মিশন ইন্দ্রধনুষ-৩.০ প্রকল্পের কাজ জোরদার করা হচ্ছে

Posted On: 23 FEB 2021 1:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
 
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে মিশন ইন্দ্রধনুষ-৩.০ প্রকল্পের কাজ জোরদার করা হচ্ছে। বিশেষত যে সমস্ত এলাকায় গর্ভবতী মহিলা ও শিশুরা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনের জন্য নিয়মিত টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পারে নি সেইসব এলাকায় এই প্রকল্প রূপায়নে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই প্রকল্পে তৃতীয় পর্যায়ের মাধ্যমে শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য সরকার এই কর্মসূচি গ্রহণ করেছে। যা ২০২১-এর  ২২ ফেব্রুয়ারি থেকে ১৫ দিনের জন্য শুরু হয়েছে।
 
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন গত ১৯ ফেব্রুয়ারি এই প্রকল্পে অভিযানের সূচনা করে আবেদন জানান যে, রাজ্য এবং জেলা পর্যায়ে টিকাকরণের সঙ্গে যুক্ত কর্মীরা যেন প্রতিটি বাড়িতে গিয়ে শিশুদের রোগ প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা করেন।
 
ইতিমধ্যেই উত্তরপ্রদেশে ২১ ফেব্রুয়ারি এই কর্মসূচির সূচনা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে, ২২ ফেব্রুয়ারি, রাজস্থানের এই অভিযানের সূচনা করেছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর রঘু শর্মা। ওইদিন মধ্যপ্রদেশেও এই অভিযানের সূচনা করেন সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর প্রভু রাম চৌধুরী।
 
দুটি পর্যায়ে মোট ১৫ দিন এই অভিযান চলবে। এজন্য, ২৯ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ২৫০ টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। বিশেষত যে সমস্ত এলাকায় পরিযায়ী শ্রমিকরা রয়েছেন।
 
মিশন ইন্দ্রধনুষ-৩.০ প্রকল্পের জোরদার অভিযান চালানোর জন্য সারাদেশে ৩১৩ টি জেলাকে কম ঝুঁকিপ্রবণ, ১৫২ টি জেলাকে মাঝারি ঝুঁকিপ্রবণ এবং ২৫০ টি জেলাকে অতি ঝুঁকিপ্রবণ জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
 
গত ২২ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই প্রকল্পে ২৯ হাজার শিশু এবং ৫ হাজার গর্ভবতী মহিলাকে টিকাকরণের আওতায় আনা হয়েছে।
 
***
 
 
 
 
CG/SB


(Release ID: 1700302) Visitor Counter : 250