স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

বিশ্বে তৃতীয় স্থানে, ভারতে টিকাকরণের সংখ্যা ৯৪ লক্ষ ছাড়িয়েছে


মোট সুস্থতার সংখ্যা ক্রমশ উর্দ্ধমুখী ; সুস্থতার হার ৯৭ শতাংশের বেশি

১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯এ মৃত্যুর খবর নেই

प्रविष्टि तिथि: 18 FEB 2021 10:52AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
 
টিকাকরণের সংখ্যার নিরিখে ভারত বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পর তৃতীয় স্থানে রয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত কোভিড-১৯এর বিরুদ্ধে লড়াইয়ে ৯৪ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে। আজ পর্যন্ত ৬১ লক্ষ ৯৬ হাজার ৬৪১ জন স্বাস্থ্যকর্মীকে টিকার প্রথম ডোজ, ৩ লক্ষ ৬৯ হাজার ১৬৭ জন স্বাস্থ্যকর্মীকে টিকার দ্বিতীয় ডোজ এবং করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ২৮ লক্ষ ৯৬ হাজার ৪২০ জন কর্মীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। প্রথম ডোজ নেওয়ার পর যাদের ইতিমধ্যেই ২৮ দিন পূরণ হয়েছে তাদের গত ১৩ই ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। 
 
টিকাকরণ অভিযানের ৩৩-তম দিনে (১৮ই ফেব্রুয়ারি) মোট ৪ লক্ষ ২২ হাজার ৯৮৯ জনকে টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ৩ লক্ষ ৩০ হাজার ২০৮ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৯২ হাজার ৭৯০ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। 
 
এখনও পর্যন্ত টিকাকরণ কর্মসূচির আওতায় যারা দ্বিতীয় ডোজ পেয়েছেন তাদের মধ্যে ৯৮.২০ শতাংশই ৭টি রাজ্যের। কেবল কর্ণাটকেই দ্বিতীয় পর্যায়ে ৫৪ হাজার ৩৯৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে। 
 
কোভিড-১৯ রেখাচিত্রে অগ্রগতির প্রবণতা অব্যাহত রেখে ভারতে দৈনিক ভিত্তিতে সুস্থতার সংখ্যা ক্রমশ বাড়ছে। এই সংখ্যা আজ আরও বেড়ে হয়েছে ১ কোটি ৬ লক্ষ ৫৬ হাজার ৮৪৫। জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৩২ শতাংশ। একইভাবে, সুস্থতার সংখ্যা দৈনিক বাড়তে থাকায় এবং মৃত্যুর সংখ্যা ক্রমশ কমতে থাকায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা নিরন্তর নিম্নমুখী।
 
ভারতে মোট করোনায় আক্রান্তের কেবল ১.২৫ শতাংশ অর্থাৎ ১ লক্ষ ৩৭ হাজার ৩৪২ জন সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত। গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৯৮৭ জন। 
 
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যাতেও ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। কেবল ২টি রাজ্যে গত ২৪ ঘন্টায় ১ হাজারের বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে।
 
১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯এ মৃত্যুর ঘটনা ঘটেনি। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে দিল্লী, ওড়িশা, জম্মু-কাশ্মীর, ঝাড়খন্ড, মেঘালয়, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ত্রিপুরা, অরুণাচলপ্রদেশ প্রভৃতি।
 
দেশে গত ২৪ ঘন্টায় কেবল একটি রাজ্যে ২০ জনের বেশি মৃত্যুর খবর মিলেছে। গত ৭ দিনে দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার ক্রমশ নিম্নমুখী। চলতি মাসের ১ তারিখে আক্রান্তের হার দৈনিক ১.৮৯ শতাংশ থেকে কমে আজ ১.৬৯ শতাংশ হয়েছে। 
 
কেবল কেরালা ও মহারাষ্ট্রে মোট আক্রান্তের ৭৫ শতাংশ, মোট সুস্থতার ৭২ শতাংশ এবং মোট মৃত্যুর ৫৫ শতাংশ ঘটনা ঘটেছে। দেশে গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভকারীদের ৮৫.১৪ শতাংশই ৬টি রাজ্যের বাসিন্দা। কেরালা থেকে একদিনেই সর্বাধিক ৪ হাজার ৮৩২ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে আরোগ্য লাভ করেছেন ৩ হাজার ৮৫৩ জন। অন্যদিকে কর্ণাটকে সুস্থ হয়েছেন ৫৩৭ জন। 
 
দেশে গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৮৮১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে, ৬টি রাজ্য থেকেই আক্রান্তের হার ৮৬.৬১ শতাংশ। কেরালাতে একদিনেই সর্বাধিক ৪ হাজার ৮৯২ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রের আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৮৭। অন্যদিকে, তামিলনাড়ুতে ৪৫৪ জন নতুন করে আক্রান্ত।
 
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১০১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭৬.২৪ শতাংশই মারা গেছেন ৫টি রাজ্যে। মহারাষ্ট্রে সর্বাধিক ৪০ জনের মৃত্যু হয়েছে। কেরালায় মারা গেছেন ১৬ জন এবং পাঞ্জাবে মৃত্যু হয়েছে ১০ জনের। 
 
***
 
 
 
CG/BD/NS

(रिलीज़ आईडी: 1699101) आगंतुक पटल : 216
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Gujarati , Odia , Tamil