স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজারেরও কম


১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় মৃত্যুর খবর নেই

কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ৮৩ লক্ষ সুফলভোগীর টিকাকরণ

Posted On: 15 FEB 2021 12:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
 
ভারতে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৬৩৭। দেশে মোট করোনায় আক্রান্তের কেবল ১.২৮ শতাংশই সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত। 
 
দেশে গত ২৪ ঘন্টায় ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজারেরও কম। ত্রিপুরা, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলীতে বর্তমানে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা মাত্র ২ জন করে। 
 
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের প্রায় ৭৭ শতাংশই কেরল, মহারাষ্ট্র ও কর্ণাটকের বাসিন্দা। অন্যদিকে, কেবল মহারাষ্ট্রেই সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার ৭৪.৭২ শতাংশ।
 
১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় মৃত্যুর কোনও খবর নেই। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে – আসাম, রাজস্থান, ওডিশা, সিকিম, মেঘালয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি। দেশে গত সপ্তাহে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনায় মৃত্যুর কোনও খবর নেই।
 
দেশব্যাপী কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণ কর্মসূচির আওতায় প্রায় ৮৩ লক্ষ স্বাস্থ্য কর্মী ও অগ্রভাগে থাকা কর্মীকে টিকা দেওয়া হয়েছে। টিকা গ্রহীতা এই সুফলভোগীর মধ্যে ৫৯ লক্ষ ৮৮ হাজার ১১৩ জন প্রথম ডোজ এবং ২৪ হাজার ৫৬১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় পর্যায়ে টিকাকরণ গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। 
 
দেশে টিকাকরণ অভিযানের ৩০তম দিনে ২১ হাজার ৪৩৭ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ২০ হাজার ৫০৪ জন প্রথম ডোজ এবং ৯৩৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। 
 
দেশে আজ করোনায় সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৬ লক্ষ ২১ হাজার ২২০। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.২৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৪৮৯ জন। 
 
দেশে গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভকারীদের ৭৯.৫ শতাংশই ৬টি রাজ্যের বাসিন্দা। কেরল থেকে একদিনেই সর্বাধিক ৪ হাজার ৬৯২ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থতার সংখ্যা ১ হাজার ৩৫৫। 
 
দেশে গত ২৪ ঘন্টায় ১১ হাজার ৬৪৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৬.৪ শতাংশই ৬টি রাজ্যের বাসিন্দা। কেরলে একদিনেই ৪ হাজার ৬১২ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯২। তামিলনাডুতে আরও ৪৭০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। 
 
দেশে গত ২৪ ঘন্টায় করোনাজনিত কারণে ৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশের মৃত্যু হয়েছে ৬টি রাজ্যে। সর্বাধিক ৪০ জন মারা গেছেন মহারাষ্ট্রে। কেরলে মৃত্যু হয়েছে ১৫ জনের এবং তামিলনাডুতে মারা গেছেন ৬ জন।
 
***
 
 
CG/BD/SB



(Release ID: 1698220) Visitor Counter : 261