স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারত, কোভিড – ১৯ এর টিকা দেওয়ার নিরিখে তৃতীয় সর্বোচ্চ দেশ


কোভিড – ১৯ এর টিকা ৫৭.৭৫ লক্ষের বেশি দেওয়া হয়েছে

গত ৯ মাসে ২৪ ঘন্টায় দৈনিক মৃত্যুর সংখ্যা সব থেকে কম – ৮০

গত ২৪ ঘন্টায় ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মৃত্যুর কোনো খবর নেই

Posted On: 07 FEB 2021 11:59AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ই ফেব্রুয়ারী, ২০২১

 

ভারতে কোভিড – ১৯ এর টিকা দ্রুতহারে দেওয়া হচ্ছে। এপর্যন্ত হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পরেই ভারতে সব থেকে বেশি টিকাকরণ হয়েছে।

১২টি রাজ্যে ২ লক্ষেরও বেশি মানুষ টিকা পেয়েছেন। উত্তর প্রদেশে এপর্যন্ত ৬,৭৩,৫৪২ জনকে টিকা দেওয়া হয়েছে।

৭ই ফেব্রুয়ারী সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে ৫৭,৭৫,৩২২ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৩,০৪,৫৪৬ জন স্বাস্থ্যকর্মী ও ৪,৭০,৭৭৬ জন প্রথম সারির কর্মী। এর মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩১৬১ জন, আসামে ৮৭,২৬৯ জন, ত্রিপুরায় ৪০,৩৪৭ জন ও পশ্চিমবঙ্গে ৩,৫৪,০০০ জনকে টিকা দেওয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় ৩,৫৮,৪৭৩ জনকে টিকা দেওয়া হয়েছে।

দেশে গত ৯ মাসের মধ্যে ১ দিনের হিসেবে মৃত্যুর সংখ্যা সব থেকে কম – ৮০ জন। আজকের হিসেবে মোট সংক্রমিত চিকিৎসাধীন ১,৪৮,৭৬৬ জন। ভারতে মোট সংক্রমিতের ১.৩৭ শতাংশ এই মুহুর্তে চিকিৎসাধীন। দেশে মোট ১,০৫,২২,৬০১ জন আরোগ্য লাভ করেছেন। কোভিড মুক্তির হার ৯৭.১৯ শতাংশ। ১২,০৫৯ জন গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন। এই সময়ে ১১,৮০৫ জন আরোগ্য লাভ করেছেন।

৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট সুস্থ হয়ে ওঠা ৮১.০৭ শতাংশ মানুষ বাস করেন। কেরালায় ১ দিনে ৬১৭৮ জন, মহারাষ্ট্রে ১৭৩৯ জন ও তামিলনাডুতে ৫০৩ জন গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন।

নতুন সংক্রমিতদের মধ্যে ৮৪.৮৩ শতাংশ ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাস করেন। নতুন করে কেরালায় ৫৯৪২ জন, মহারাষ্ট্রে ২৭৬৮ জন ও কর্ণাটকে ৫৩১ জন সংক্রমিত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় ৭৮ জন সংক্রমিত মারা গেছেন। এর মধ্যে ৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট মৃত্যু হয়েছে ৬৯.২৩ শতাংশ । মহারাষ্ট্রে ২৫ জন, কেরালায় ১৬ জন ও পাঞ্জাবে ৫ জন মারা গেছেন। ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে গত ২৪ ঘন্টায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায় নি। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল : হরিয়ানা, গোয়া, জম্মু – কাশ্মীর, ঝাড়খন্ড, পুডুচেরি, মেঘালয়, নাগাল্যান্ড, লাক্ষাদ্বীপ, আসাম, মণিপুর, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাদাখ, মিজোরাম, অরুণাচলপ্রদেশ, ত্রিপুরা এবং দাদরা, নগর হাভেলী, দমন ও দিউ।

***

 

 

CG/CB/SFS



(Release ID: 1696031) Visitor Counter : 217