প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী ৪ ফেব্রুয়ারি 'চৌরী চৌরা' শতবর্ষ উৎসবের সূচনা করবেন

प्रविष्टि तिथि: 02 FEB 2021 11:15AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ ফেব্রুয়ারি, ২০২১
 
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের গোরখপুরে আগামী ৪ ফেব্রুয়ারি 'চৌরী চৌরা' শতবর্ষ  অনুষ্ঠানের সূচনা করবেন। ওই দিন বেলা এগারোটায় তিনি ভার্চুয়াল মাধ্যমে এই উদ্বোধন করবেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে 'চৌরী চৌরা' ঘটনার শতবর্ষ  পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী ওই দিন একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
 
উত্তরপ্রদেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী ৭৫ টি জেলায় এক বছর ধরে এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
***
 
 
CG/SB

(रिलीज़ आईडी: 1694367) आगंतुक पटल : 247
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Telugu , Malayalam , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Tamil , Kannada