অর্থমন্ত্রক

বীমাখাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশ, বিদেশি মালিকানা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ সুরক্ষা ব্যবস্থা

Posted On: 01 FEB 2021 1:59PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২১

 

সংসদে আজ ২০২১-২২ অর্থবছরের জন্য বাজেট পেশ করে অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমণ জানিয়েছেন যে, সরকার বীমা আইন- ১৯৩৮  সংশোধন করে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি বিদেশি মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পর্কেও সুরক্ষা বিধি অবলম্বন করা হচ্ছে।

অর্থমন্ত্রী জানিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে ঋণ সম্পর্কিত বিষয় নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকার অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং অ্যাসেট মানেজমেন্ট কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির আর্থিক ক্ষমতা বাড়াতে সরকার ২০২১-২২ আর্থিক বছরের জন্য ব্যাংকগুলিকে আরও ২০ হাজার কোটি টাকা মূলধন দেওয়ার প্রস্তাব করেছে।

অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকার গতবছর ব্যাংকের গ্রাহকদের জন্য আমানত বাবদ বীমার পরিমাণ ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছে।

***

 

 

CG/SB


(Release ID: 1694262) Visitor Counter : 229