অর্থমন্ত্রক

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে মূল উদ্যোগ

Posted On: 01 FEB 2021 1:52PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১ ফেব্রুয়ারি, ২০২১
 
      কোভিড-১৯এর জেরে লকডাউনের সময় দেশজুড়ে সরকার তেল সরবরাহ অব্যাহত রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। মানুষের দৈনন্দিন জীবনে  জ্বালানীর প্রয়োজনীয়তার গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন আজ সংসদে ২০২১-২২ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করার সময় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে সরকারের গৃহীত মূল উদ্যোগের বিষয়গুলি তুলে ধরেন।
 
      তিনি জানান, উজ্জ্বলা প্রকল্প ইতিমধ্যেই চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ৮ কোটি পরিবার উপকৃত হয়েছেন। আরও ১ কোটি পরিবারের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে। আগামী ৩ বছরের মধ্যে নগর প্রাকৃতিক গ্যাস বন্টন ব্যবস্থাপনার আওতায় ১০০রও বেশি জেলাকে যুক্ত করা হবে। জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে একটি গ্যাস পাইপ লাইন প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও শ্রীমতি সীতারমন জানান।
 
***
 
 
 
CG/SS/NS


(Release ID: 1694094) Visitor Counter : 226