অর্থমন্ত্রক

জাতীয় পরিকাঠামো ক্ষেত্রে তহবিলের জন্য সরকারের উদ্যোগ

Posted On: 01 FEB 2021 1:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২১

 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ সংসদে ২০২১-২২ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় জাতীয় পরিকাঠামো ক্ষেত্রে (ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপ লাইন – এনআইপি) লক্ষ্য পূরণে ৩টি পদক্ষেপ গ্রহণের কথা ঘোষণা করেছেন : ১) প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা, ২) বিভিন্ন সম্পদের আর্থিক মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ, এবং ৩) কেন্দ্রীয় ও রাজ্য বাজেটে এই খাতে অর্থ সংস্থান বৃদ্ধি।

অর্থমন্ত্রী ২০১৯ সালের ডিসেম্বরে এনআইপি-র সূচনা করেছিলেন। সেই সময় ৬ হাজার ৮৩৫টি প্রকল্প এর আওতায় ছিল। আজ তা বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৪০০টি প্রকল্প হয়েছে। ইতিমধ্যেই ১.১ লক্ষ কোটি টাকার ২১৭টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। এবারের বাজেটে ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইন্সটিটিউশনে ২০ হাজার কোটি টাকার আর্থিক সংস্থানের প্রস্তাব করা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার জন্য শীঘ্রই সংসদে বিল আনা হবে। তিন বছরের মেয়াদে কমপক্ষে ৫ লক্ষ কোটি টাকার ব্যবস্থা এই প্রতিষ্ঠান থেকে করা হবে। বিদেশি বিনিয়োগকারীদের আর্থিক সহায়তার জন্য ইনভিট ও রিট – এর মাধ্যমে ব্যবস্থা করা হবে। এর ফলে, পরিকাঠামো ও রিয়েল এস্টেট ক্ষেত্রে তহবিল যোগানের সুবিধা হবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিভিন্ন সম্পদের আর্থিক মূল্যায়ন নির্ধারণের জন্য ন্যাশনাল মনিটাইজেশন পাইপ লাইন গঠনের কথা ঘোষণা করেছেন। এর সাহায্যে বিভিন্ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে যেমন জানা যাবে, পাশাপাশি বিনিয়োগকারীরাও প্রকল্প সম্পর্কে সম্যক ধারণা পাবেন।

দেশ-বিদেশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ এবং পিজিসিআইএল একটি করে ইনভিটের দায়িত্ব নেবে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের ইনভিটে ৫টি সড়কের উন্নয়নের জন্য ৫ হাজার কোটি টাকার সংস্থান করা হবে। এছাড়াও, পিজিসিআইএল – এর ইনভিটের জন্য ৭ হাজার কোটি টাকার ব্যবস্থা করা হবে।

রেলের ডেডিকেটেড ফ্রেইড করিডরের সম্পদের নির্ধারণ করা হবে। এরপর, বিমানবন্দরগুলি পরিচালন ও ব্যবস্থাপনা ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হবে। অন্যান্য যেসব পরিকাঠামোর আর্থিক মূল্যায়নের বিষয়গুলি বিবেচিত হবে। এর মধ্যে রয়েছে – জাতীয় সড়ক কর্তৃপক্ষের আওতাভুক্ত শুল্ক সড়ক, গেইল, আইওসিএল এবং এইচপিসিএল – এর তেল ও গ্যাস পাইপ লাইন, বিমানবন্দর কর্তৃপক্ষের আওতাধীন দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ভুক্ত শহরগুলির বিমানবন্দর, রেল পরিকাঠামো, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার গুদামঘর এবং স্টেডিয়াম।

 ***

 

CG/CB/SB


(Release ID: 1694003) Visitor Counter : 280