স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা কমে প্রায় ১.৮৫ লক্ষ হয়েছে

Posted On: 23 JAN 2021 11:33AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৩ জানুয়ারি, ২০২১

 

    ভারতে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ক্রমশই কমছে। আজ সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৫ হাজার ৬৬২।

    দেশে এখন মোট সক্রিয় রোগীর হার ১.৭৪ শতাংশ।

    গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ২৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই একই সময় আরোগ্য লাভ করেছেন ১৭ হাজার ১৩০ জন।

    ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজারের নিচে রয়েছে।

    এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩ লক্ষ ৮৩৮ জন।

    দেশে আরোগ্য লাভের হার আজ বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৮২ শতাংশ।

    বর্তমানে আরোগ্য লাভ এবং সক্রিয় রোগীর মধ্যে পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১ লক্ষ ১৫ হাজার ১৭৬।

    ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আরোগ্য লাভের হার জাতীয় গড়ের থেকেও বেশি।

    দেশ ব্যাপি কোভিড-১৯ টিকা দান প্রক্রিয়ার আওতায় ২৩ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ১৩ লক্ষ ৯০ হাজার ৫৯২ জন টিকা গ্রহণ করেছেন।

    গত ২৪ ঘন্টায় ৬ হাজার ২৪১টি টিকাদান পর্বের মাধ্যমে ৩ লক্ষ ৪৭ হাজার ৯৮ জনকে টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত ২৪ হাজার ৪০৮টি টিকাদান পর্ব সম্পন্ন হয়েছে।

ক্রমিক সংখ্যা

রাজ্য/কেন্দ্রশাসিত

টিকা গ্রহীতা সুফলভোগী

১.

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

১,৪৬৬

অন্ধ্রপ্রদেশ

১,৩৩,২৯৮

অরুণাচলপ্রদেশ

৫,৯৫৬

আসাম

১৩,৮৮১

বিহার

৬৩,৬২০

চন্ডীগড়

১,১৫৭

ছত্তিশগড়

২২,২৫৯

দাদরা ও নগর হাভেলী

২৬২

দমন ও দিউ

৯৪

১০

দিল্লী

১৮,৮৪৪

১১

গোয়া

৯৪৬

১২

গুজরাট

৪৬,১৫০

১৩

হরিয়ানা

৬২,১৪২

১৪

হিমাচলপ্রদেশ

৯,৬০৯

১৫

জম্মু ও কাশ্মীর

৯,৮২৭

১৬

ঝাড়খন্ড

১৪,৮০৬

১৭

কর্ণাটক

১,৮৪,৬৯৯

১৮

কেরালা

৪৭,২৯৩

১৯

লাদাখ

৪০১

২০

লাক্ষ্মাদ্বীপ

৫২২

২১

মধ্যপ্রদেশ

৩৮,২৭৮

২২

মহারাষ্ট্র

৭৪,৯৬০

২৩

মণিপুর

১,৯২৩

২৪

মেঘালয়

২,০৭৮

২৫

মিজোরাম

৩,৬৫৭

২৬

নাগাল্যান্ড

৩,৪৪৩

২৭

ওড়িশা

১,৩০,০০৭

২৮

পুদুচেরী

১,০৯৭

২৯

পাঞ্জাব

২১,৩৪০

৩০

রাজস্থান

৪৩,৯৪৭

৩১

সিকিম

৯৬০

৩২

তামিলনাড়ু

৫১,৬৫১

৩৩

তেলেঙ্গানা

১,১০,০৩১

৩৪

ত্রিপুরা

১৪,২৫২

৩৫

উত্তরপ্রদেশ

১,২৩,৭৬১

৩৬

উত্তরাখন্ড

১০,৫১৪

৩৭

পশ্চিমবঙ্গ

৮৪,৫০৫

৩৮

বিবিধ

৩৬,৯২৬

 

মোট

১৩,৯০,৫৯২

 

    ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আরোগ্যের হার ৮৪.৩০ শতাংশ। কেরালায় একদিনে ৬ হাজার ১০৮ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ৩ হাজার ৪১৯ এবং কর্ণাটকে ৮০৯ জন আরোগ্য লাভ করেছেন।

    ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সংক্রমণের হার ৭৯.৯৯ শতাংশ।

    কেরালায় একদিনে ৬ হাজার ৭৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরপরেই রয়েছে মহারাষ্ট্র। সেরাজ্যে ২ হাজার ৭৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। তামিলনাড়ুতে ৫৭৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

    গত ২৪ ঘন্টায় ১৫২ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে ৫০ এবং কেরালায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

***

 

 

CG/SS/NS



(Release ID: 1691545) Visitor Counter : 106