প্রধানমন্ত্রীরদপ্তর
ভারতকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে নতুন উদ্য়োগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
प्रविष्टि तिथि:
16 JAN 2021 9:10PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ই জানুয়ারী, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, করোনা সঙ্কটের সময়ে ভারতের নতুন উদ্যোগগুলির অবদানের প্রশংসা করেছেন। তিনি “প্রারম্ভ : স্টার্টআপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সামিট” – এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের ৪৫ শতাংশ নতুন উদ্যোগগুলি দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শহরে গড়ে উঠেছে। এগুলি স্থানীয় পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার হিসেবে কাজ করছে। প্রত্যেকটি রাজ্য স্থানীয় সম্ভাবনার কথা বিবেচনা করে এই সব স্টার্টআপ বা নতুন উদ্যোগগুলিকে সাহায্য করছে। দেশের ৮০ শতাংশ জেলাই এখন স্টার্টআপ ইন্ডিয়া মিশনের আওতাভুক্ত। প্রধানমন্ত্রী কৃষি ও খাদ্য ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার কথা উল্লেখ করে বলেছেন, মানুষ এখন খাদ্যাভ্যাসের বিষয়ে সচেতন হয়ে উঠেছে। ভারত, এই ক্ষেত্রগুলির বিকাশের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ায় ১ লক্ষ কোটি টাকার একটি কৃষি পরিকাঠামো তহবিল গড়ে তোলা হয়েছে। এই নতুন ব্যবস্থাগুলির ফলে স্টার্টআপ সংস্থাগুলি কৃষকদের সঙ্গে জোট বাঁধছে এবং ক্ষেত থেকে খাবার টেবিলে সহজে উন্নত মানের খাদ্য সামগ্রী পৌঁছে দেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধানমন্ত্রী, করোনা সঙ্কটের সময় নতুন উদ্যোগগুলির আত্মনির্ভরতার ক্ষেত্রে অবদানের কথা উল্লেখ করেছেন। স্যানিটাইজার, পিপিই কিট সহ সরবরাহ শৃঙ্খলে এই সব স্টার্টআপ সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গ্রাহকের দরজায় মুদিখানার জিনিস ও ওষুধ পৌঁছে দেওয়া, সামনের সারিতে থাকা কর্মীদের পরিবহণের ব্যবস্থা করা এবং অনলাইনে লেখাপড়ার সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে এই সংস্থাগুলি অসামান্য ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী, সঙ্কটের মধ্যেও সুযোগ খোঁজা এবং বিপর্যয়ের সময়েও আত্মপ্রত্যয় বজায় রাখার জন্য স্টার্টআপ সংস্থাগুলির মানসিকতার প্রশংসা করেছেন।
***
CG/CB/SFS
(रिलीज़ आईडी: 1689466)
आगंतुक पटल : 106
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam