স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে গত ৭ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে


মৃত্যুর সংখ্যা লাগাতার নিম্নমুখী; গত ২০ দিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০০-র নিচে

২২টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যু হার জাতীয় গড়ের তুলনায় কম

প্রাথমিকভাবে সংগৃহীত ১.৬৫ কোটি কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকার ডোজ সমস্ত রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলকে সরবরাহ করা হয়েছে

Posted On: 14 JAN 2021 10:44AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২১
 
ভারতে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা লাগাতার নিম্নমুখী। দেশে গত সাতদিন ধরে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে। 
 
দেশে গত ২৪ ঘন্টায় কেবল ১৬,৯৪৬ জন করোনায় আক্রান্ত। একই সময়ে সুস্থ হয়েছেন ১৭,৬৫২ জন। এর ফলে, সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও ৯০৪টি কমেছে। 
 
ভারতে দৈনিক ভিত্তিতে করোনাজনিত কারণে মৃত্যু হার ক্রমশ কমছে। এই প্রবণতা অব্যাহত থেকে গত ২০ দিনে দৈনিক ভিত্তিতে মৃত্যুর সংখ্যা ৩০০-রও কম। 
 
ভারতে আজ করোনাজনিত কারণে মৃত্যু হার দাঁড়িয়েছে ১.৪৪ শতাংশে। ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যু হার জাতীয় গড়ের তুলনায় কম। 
 
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৩ হাজার ৬০৩। দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার কেবল ২.০৩ শতাংশ। 
 
২৫টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজারের কম। 
 
ভারতে আজ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ১ কোটি ১ লক্ষ ৪৬ হাজার ৭৬৩। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৫২ শতাংশ। 
 
দেশে গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভকারীদের ৮২.৬৭ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেরল থেকে একদিনেই সর্বাধিক ৫,১৫৮ জন আরোগ্য লাভ করেছেন। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,০০৯ এবং ছত্তিশগড়ে সুস্থতার সংখ্যা ৯৩০। 
 
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্তদের ৭৬.৪৫ শতাংশই সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেরল থেকেই সর্বাধিক ৬,০০৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩,৫৫৬ এবং কর্ণাটকে আক্রান্ত হয়েছেন ৭৪৬ জন। 
 
দেশে গত ২৪ ঘন্টায় করোনাজনিত কারণে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৫.৭৬ শতাংশই মারা গেছেন ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মহারাষ্ট্র থেকে একদিনেই সর্বাধিক ৭০ জনের মৃত্যু হয়েছে। কেরলে মারা গেছেন ২৬ জন এবং পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ১৮ জনের। 
 
কোভিড-১৯ টিকাকরণ অভিযানের জন্য সমগ্র দেশ প্রস্তুত হচ্ছে। আগামী ১৬ জানুয়ারি থেকে এই কর্মযজ্ঞ শুরু হতে চলেছে। 
 
ইতিমধ্যেই সংগৃহীত ১ কোটি ৬৫ লক্ষ কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকার ডোজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করা হয়েছে। প্রত্যেক রাজ্যকেই তাদের প্রথম পর্যায়ে পাঠানো চাহিদা অনুযায়ী টিকা সরবরাহ করা হয়েছে। তাই এক্ষেত্রে বৈষম্যের কোনও অবকাশ নেই। এমনকি, টিকা সরবরাহে ঘাটতি সম্পর্কিত যে কোনও ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর সঙ্গে প্রকৃত ঘটনার কোনও যোগ নেই। 
 
রাজ্যগুলিকে অন্তত ১০ শতাংশ টিকা আগাম সংরক্ষণ করে বাকি ডোজগুলির টিকাকরণের পরামর্শ দেওয়া হয়েছে। দৈনিক ভিত্তিতে অন্তত ১০০টি টিকা দেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে, প্রতিটি টিকাকরণ কেন্দ্রে ভিড় এড়ানোর পাশাপাশি সুষ্ঠুভাবে সমগ্র টিকাকরণ প্রক্রিয়া পরিচালনা করা সম্ভব হবে।
 
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও পরামর্শ দিয়ে বলা হয়েছে টিকাকরণ কেন্দ্রের সংখ্যা বাড়াতে যাতে প্রতিদিন আরও বেশি সংখ্যক টিকার প্রয়োগ ঘটানো যায় এবং দ্রুত সমগ্র প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়।
 
***
 
 
 
CG/BD/DM


(Release ID: 1688540) Visitor Counter : 196