মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক   
                
                
                
                
                
                
                    
                    
                        দেশে এভিয়েন ইনফ্লুয়েঞ্জার পরিস্থিতি
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                08 JAN 2021 3:33PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুন দিল্লি, ০৮ জানুয়ারি, ২০২১
দেশের দুটি মুরগি খামার থেকে নমুনা সংগ্রহ করে তা আইসিআর- নাইসেডে পরীক্ষার পর এভিয়েন ইনফ্লুয়েঞ্জার সন্ধান পাওয়া গেছে। হরিয়ানার পাচকুলা জেলার দুটি মুরগি খামার থেকে এই নমুনা সংগ্রহ করা হয়েছিল। অন্যদিকে, গুজরাটের জুনাগর জেলার পরিযায়ী পাখি এবং রাজস্থানের সাওয়াই মাধোপুর, পালি, জয়সলমীর ও মোহর জেলায় কাকের ওপর পরীক্ষা চালিয়েও এভিয়েন ইনফ্লুয়েঞ্জার সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে যে কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে তা রূপায়ণের জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলিকে বলা হয়েছে।
এ পর্যন্ত দেশের ছয়টি রাজ্য কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও গুজরাটে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা সুনিশ্চিত করা সম্ভব হয়েছে।
পরিস্থিতি সরেজমিনে দেখতে কেরালা, হরিয়ানা এবং হিমাচল প্রদেশে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে
এই রোগ সম্পর্কে মুরগি খামার গুলির মালিক ও ক্রেতাদের সচেতন করার জন্য নানান উদ্যোগ নেওয়া হয়েছে। মুরগির মাংস ও ডিম সম্পূর্ণ সিদ্ধ করে নিশ্চিন্তে খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
***
CG/SB
                
                
                
                
                
                (Release ID: 1687217)
                Visitor Counter : 250
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Tamil 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam