অর্থমন্ত্রক

জাতীয় পরিকাঠামো পাইপলাইনের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেছেন অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমণ

Posted On: 06 JAN 2021 5:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৬ জানুয়ারি, ২০২১

 

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমণ আজ  জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকে জাতীয় পরিকাঠামো পাইপলাইন (এনআইপি) বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে  পর্যালোচনা করেছেন।এনআইপি প্রকল্পের অগ্রগতি, এখন পর্যন্ত এই প্রকল্পে ব্যয় এবং প্রকল্পটি বাস্তবায়ন ত্বরান্বিত করার উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়  এ দিনের বৈঠকে ।  এনআইপি প্রকল্প বাস্তবায়ন, নিরীক্ষণ ও ত্বরান্বিত করার জন্য বিভিন্ন মন্ত্রক এবং  বিভাগের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এটি দ্বিতীয় পর্যালোচনা বৈঠক।

 

 এদিনের বৈঠকে জানানো  হয় যে মহামারী সত্ত্বেও এনআইপি ক্ষেত্রে কাজের  যথেষ্ট অগ্রগতি অর্জন করা সম্ভবপর  হয়েছে।  এনআইপি'তে ৬,৮৩৫ টি প্রকল্প নিয়ে চালু হয়েছিল, এখন এর আওতায় ৭,৩০০ টির প্রকল্প চলছে।  অনেক মন্ত্রক / বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন এবং ব্যয় বিষয়ে বিভিন্ন তথ্য বৈঠকে তুলে ধরে। পর্যালোচনা বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে ৮০,৯১৫ কোটি টাকা মূল্যের  ২৪ টি প্রকল্প এবং জলসম্পদ বিভাগের অধীনে ২,৭৯,৬০৪ কোটি টাকা মূল্যের ১০ টি বড় প্রকল্প নিয়ে আলোচনা চালানো হয়। 

 

কাজের  অগ্রগতি পর্যালোচনা করার সময়, শ্রীমতি নির্মলা সীতারমণ বলেন যে এনআইপি'র  মাধ্যমে নাগরিকদের বিশ্বমানের পরিকাঠামো সরবরাহ এবং জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য ভারত সরকারের একটি উল্লেখযোগ্যভাবে পদক্ষেপ ।  অর্থমন্ত্রী দুটি মন্ত্রক / বিভাগকে সমস্ত এনআইপি প্রকল্পগুলি কার্যকরভাবে বাস্তবায়ন করে এবং রাজ্য সরকার ও অন্যান্য মন্ত্রকের সঙ্গে  সমন্বয় বাজায়  রেখে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।এমন কি মন্ত্রক / বিভাগগুলিকেও সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। জাতীয় পরিকাঠামো পাইপলাইনের ড্যাশবোর্ডে নিরন্তর সর্বশেষ বিষয়ে আপডেট করার আহ্বান  জানান কেন্দ্রীয় অর্থ মন্ত্রী।

***

 

 

 CG/SS 



(Release ID: 1686653) Visitor Counter : 186