স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার নিম্নমুখী; এই সংখ্যা ২.৫ লক্ষের নীচে
দৈনিক ভিত্তিতে সুস্থতার সংখ্যা গত ২৭ দিন আক্রান্তের সংখ্যার তুলনায় ধারাবাহিকভাবে বেশি
Posted On:
03 JAN 2021 9:55AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ জানুয়ারি, ২০২১
ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমে হয়েছে ২ লক্ষ ৪৭ হাজার ২২০।
দৈনিক ভিত্তিতে সুস্থতার সংখ্যা লাগাতার আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি হওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে। ভারতে বর্তমানে মোট আক্রান্তের কেবল ২.৩৯ শতাংশই সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত। দেশে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ৯২৩ জন, যার ফলে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৬৩ করেছে।
২৯টি ও কেন্দ্রশাসিত ও শাসিত অঞ্চলে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নীচে।
দেশে সৈনিক সুস্থতার সংখ্যা গত ৩৭ দিন ধরে আক্রান্তের সংখ্যার তুলনায় লাগাতার বেশি হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৭৭ জন। অন্যদিকে, একই সময়ে সুস্থ হয়েছেন ২০ হাার ৯২৩ জন।
দেশে আজ জাতীয় স্তরে সুস্থতার হার আরও বেড়ে হয়েছে ৯৬.১৬ শতাংশ। মোট সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৯৯ লক্ষ ২৭ হাজার ৩১০। সুস্থতার সংখ্যা এবং সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যার মধ্যে ফারাক ক্রমশ বাড়ছে এবং বর্তমানে এই সংখ্যা বেড়ে হয়েছে ৯৬ লক্ষ ৮০ হাজার ৯০।
দেশে গত ২৪ ঘন্টায় আরোগ্যলাভকারীদের মধ্যেই ৭৮.১০ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেরালা থেকেই একদিনে সর্বাধিক ৪ হাজার ৯৮৫ জন আরোগ্য লাভ করেছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ২ হাজার ১১০ এবং ছত্তিশগড়ে সুস্থতার সংখ্যা ১ হাজার ৯৬৩।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের ৮১.৮১ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেরালা থেকে একদিনেই সর্বাধিক ৫ হাজার ৩২৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২১৮। ছত্তিশগড়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৭ জন।
করোনা জনিত কারণে দেশে গত ২৪ ঘন্টায় ২১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৯.৫৯ শতাংশই মারা গেছেন ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মহারাষ্ট্রে সর্বাধিক ৫১ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে মারা গেছেন ২৮ জন এবং কেরালাতে মৃত্যু হয়েছে ২১ জনের।
***
CG/BD/SKD
(Release ID: 1685807)
Visitor Counter : 216
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam