অর্থমন্ত্রক

জিএসটি ক্ষতি পূরণ বাবদ ঘাটতি মেটাতে রাজ্যগুলিকে অষ্টম কিস্তিতে আরও ৬ হাজার কোটি টাকার ঋণ সহায়তা

Posted On: 21 DEC 2020 1:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ ডিসেম্বর,  ২০২০
 
 
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জিএসটি ক্ষতি পূরণ বাবদ ঘাটতি মেটাতে রাজ্যগুলিকে অষ্টম সাপ্তাহিক কিস্তিতে ৬ হাজার কোটি টাকা ঋণ সহায়তা মঞ্জুর করেছে। এই অর্থের মধ্যে ৫ হাজার ৫১৬ কোটি ৬০ লক্ষ টাকা দেওয়া হয়েছে ২৩টি রাজ্যকে এবং ৪৮৩ কোটি ৪০ লক্ষ টাকা দেওয়া হয়েছে বিধানসভা রয়েছে এমন ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলকে। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জিএসটি পরিষদের সদস্য। বাকি ৫টি রাজ্য (অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিম) জিএসটি ক্ষতি পূরণ বাবদ রাজস্ব খাতে কোনও ঘাটতি নেই। 
 
কেন্দ্রীয় সরকার জিএসটি রূপায়ণ বাবদ রাজস্ব ঘাটতি মেটাতে ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার সহায়তা দেওয়ার জন্য গত অক্টোবর মাসে একটি বিশেষ ঋণ সহায়তা ব্যবস্থা চালু করে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার বিশেষ এই ব্যবস্থায় ঋণ সংগ্রহ করে তা রাজ্যগুলিকে মেটাচ্ছে। ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৭টি কিস্তিতে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। 
জিএসটি রূপায়ণ বাবদ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ঘাটতি মেটাতে অষ্টম কিস্তিতে কেন্দ্রীয় সরকার ৪.১৯০২ শতাংশ সুদের হারে ঋণ সংগ্রহ করেছে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ এই ঋণ সহায়তা ব্যবস্থার মাধ্যমে ৪.৬৯৮৬ শতাংশ সুদের হারে ৪৮ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। 
 
জিএসটি রূপায়ণ বাবদ রাজস্ব খাতে ঘাটতি মেটানোর পাশাপাশি, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির গড় অভ্যন্তরীণ উৎপাদনের ০.৫০ শতাংশ হারে অতিরিক্ত ঋণ সংগ্রহের অনুমতি দিয়েছে। ইতিমধ্যেই ২৮টি রাজ্য জিএসটি ক্ষতি পূরণ বাবদ ঘাটতি মেটাতে প্রথম বিকল্প পন্থা অবলম্বন করে রাজ্য গড় অভ্যন্তরীণ উৎপাদনে ০.৫০ শতাংশের সমতুল হিসাবে অতিরিক্ত ১ লক্ষ ৬ হাজার ৮৩০ কোটি টাকা ঋণ সংগ্রহে অনুমতি দেওয়া হয়েছে। 
 
***
 
 
CG/BD/SB

(Release ID: 1682392) Visitor Counter : 243