প্রধানমন্ত্রীরদপ্তর

শ্রী রোদ্দম নরসিমহার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

Posted On: 15 DEC 2020 9:55AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ই ডিসেম্বর, ২০২০

 

শ্রী রোদ্দম নরসিমহার প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ শ্রী রোদ্দম নরসিমহা ভারতের জ্ঞানচর্চা ও অনুসন্ধিৎসার শ্রেষ্ঠ ঐতিহ্যকে লালিত করতেন। তিনি ছিলেন একজন অসামান্য বিজ্ঞানী, ভারতের উন্নয়নের জন্য যিনি উদ্ভাবন ও বিজ্ঞানের ক্ষমতাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর উপাদান হসেবে বিবেচনা করতেন। তাঁর প্রয়াণে আমি শোকাহত। তাঁর পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সমবেদনা জানাই। ওঁ শান্তি। “

***

 

CG/CB


(Release ID: 1680716) Visitor Counter : 96