স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩.৫2 লক্ষ্; ১৪৯ দিনের মধ্যে সর্বনিম্ন


গত ১৭ দিন ধরে কোভিড মুক্ত হওয়ার সংখ্যা নতুন সংক্রমিত সংখ্যা চাইতে বেশি

দেশে মোট কোভিড মুক্তর সংখ্যা ৯৩.৮৮ লক্ষ, সুস্থতার হার ৯৫%

प्रविष्टि तिथि: 14 DEC 2020 10:44AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ই ডিসেম্বর, ২০২০ 
 
ভারতে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ৩ ৫২,৫৮৯ জন। মোট সংক্রমিতর মধ্যে চিকিৎসাধীনের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩.৫৭%। ১৪৯ দিনের মধ্যে যা সর্বনিম্ন। ১৮ই জুলাই সংক্রমিত সংখ্যা ছিল ৩,৫৮,৬৯২।   
 
নতুন করে সংক্রমিতদের থেকে কোভিডমুক্ত হওয়ার সংখ্যা বেশি হওয়ায়  চিকিৎসাধীন সংক্রমিত সংখ্যা ক্রমশ কমছে। গত ২৪ ঘণ্টায় মোট চিকিৎসাধীনের সংখ্যা কমেছে ৩,৯৬০।   
 
নতুন করে গত 2৪ ঘন্টায় 2৭ হাজার ৭১ জন সংক্রমিত হয়েছেন। অন্যদিকে এই সময়ে ৩০,৬৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ১৭ দিন ধরে  সুস্থ হয়ে ওঠার সংখ্যা, নতুন করে সংক্রমিতের থেকে বেশি।    
 
দেশে এই মুহূর্তে সুস্থ হয়ে উঠেছেন মোট ৯৩,৮৮,১৫৯। সুস্থতার হার ৯৪.৯৮ শতাংশ। এর ফলে চিকিৎসাধীন সংক্রমিতর থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যার পার্থক্য বেড়ে হয়েছে ৯0 লক্ষ ৩৫ হাজার ৫৭৩।  দশটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং  রাজ্যে মোট সুস্থ হয়ে ওঠাদের মধ্যে  ৭৫.৫৮% মানুষ বাস করেন। কেরালায় সবথেকে বেশি একদিনের সুস্থ হয়েছেন ৫২৫৮ জন, মহারাষ্ট্রের এই সংখ্যা ৩০৮৩ জন পশ্চিমবঙ্গে ২৯৯৪ জন।     
 
নতুন সংক্রমিতদের মধ্যে  ৭৫.৮২ শতাংশ ১0 টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করেন।  
 
কেরালায় একদিনে ৪৬৯৮ জন, মহারাষ্ট্রে ৩৭১৭ জন এবং পশ্চিমবঙ্গে ২৫৮০ জন সংক্রমিত হয়েছেন।  
 
গত ২৪ ঘণ্টায় ৩৩৬ জন কোভিড সংক্রমণে মারা গেল প্রাণ হারিয়েছেন।  এর মধ্যে ১0টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে ৭৯ দশমিক ৪৬ শতাংশ। মহারাষ্ট্রে ৭0 জন পশ্চিমবঙ্গে ৪৭ জন এবং নতুন দিল্লিতে ৩৩ জন যথাক্রমে মারা গেছেন। 
 
***
 
 
 
CG/CB

(रिलीज़ आईडी: 1680547) आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam