স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে সক্রিয়ভাবে কোভিডে আক্রান্তের সংখ্যা পুনরায় ৩.৬২ শতাংশে নেমে এসেছে


ভারতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় গত সাত দিনে কোভিড আক্রান্ত এবং মৃত্যুর হার রেকর্ড সংখ্যক কম

Posted On: 13 DEC 2020 10:52AM by PIB Kolkata
নতুন দিল্লী, ১৩ ডিসেম্বর, ২০২০
 
ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা গত কয়েক সপ্তাহ ধরেই নিম্নগামী রয়েছে। সক্রিয় ভাবে আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৩.৬২ শতাংশ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা অনেকটাই বেড়েছে। সক্রিয় আক্রান্তের সংখ্যা আজ পর্যন্ত মোট দাঁড়িয়েছে ৩,৫৬,৫৪৬। গত ২৪ ঘন্টায় দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩০,২৫৪। ওই একই সময়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৩,১৩৬ জন। ভারতে গত সাতদিন ধরে প্রতি মিলিয়ন জনসংখ্যায় সবচেয়ে কম কোভিড আক্রান্তের সংখ্যা থাকায় তা রেকর্ড সৃষ্টি করেছে। কোভিডে সুস্থতার সংখ্যা আজ অবধি বেড়ে হয়েছে ৯৩,৫৭,৪৬৪। কোভিডে আক্রান্ত এবং সুস্থতার মধ্যে ব্যবধান বেড়ে ৯০ লক্ষ ছাড়িয়েছে। সুস্থতার হার আজ বেড়ে  ৯৪.৯৩ শতাংশে ছুঁয়েছে। এর মধ্যে ১০ টি রাজ্য থেকে নতুন করে সুস্থতার হার হয়েছে ৭৫.২৩ শতাংশ। কেরালায় সুস্থ হয়ে উঠেছেন ৫২৬৮ জন, মহারাষ্ট্রে ৩৯৪৯ জন এবং দিল্লীতে ৩১৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।
 
গত ২৪ ঘন্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়ে ৩৯১ জনের মৃত্যু হয়েছে।
 
***
 
 
 
CG/SB


(Release ID: 1680389) Visitor Counter : 115