অর্থমন্ত্রক
২০২০-র নভেম্বর মাসে মোট জিএসটি রাজস্ব সংগ্রহের পরিমাণ ১,০৪,৯৬৩ কোটি টাকা
Posted On:
01 DEC 2020 1:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ ডিসেম্বর, ২০২০
চলতি বছরের নভেম্বর মাসে জিএসটি বাবদ মোট রাজস্ব সংগ্রহের পরিমাণ ১ লক্ষ ৪ হাজার ৯৬৩ কোটি টাকা। এর মধ্যে সিজিএসটি বাবদ ১৯ হাজার ১৮৯ কোটি টাকা, এসজিএসটি বাবদ ২৫ হাজার ৫৪০ কোটি টাকা, আইজিএসটি বাবদ ৫১ হাজার ৯৯২ কোটি টাকা (পণ্য সামগ্রীর আমদানি থেকে সংগৃহীত ২২ হাজার ৭৮ কোটি টাকা সহ) এবং সেস বাবদ ৮ হাজার ২৪২ কোটি টাকা (পণ্য সামগ্রী আমদানি থেকে সংগৃহীত ৮০৯ কোটি টাকা সহ) সংগ্রহ হয়েছে। আলোচ্য মাসে ৩০শে নভেম্বর পর্যন্ত জিএসটিআর – ৩বি রিটার্ন দাখিলের সংখ্যা ৮২ লক্ষ।
সরকার সিজিএসটি বাবদ ২২ হাজার ২৯২ কোটি টাকা এবং আইজিএসটি থেকে এসজিএসটি বাবদ ১৬ হাজার ২৮৬ কোটি টাকা দাবি-দাওয়া নিষ্পত্তি করেছে। নভেম্বর মাসে নিয়মিত দাবি-দাওয়া মেটানোর পর কেন্দ্র ও রাজ্য সরকারগুলির অর্জিত মোট রাজস্বের পরিমাণ সিজিএসটি বাবদ ৪১ হাজার ৪৮২ কোটি টাকা এবং এসজিএসটি বাবদ ৪১ হাজার ৮২৬ কোটি টাকা।
জিএসটি বাবদ রাজস্ব খাতে সম্প্রতি অগ্রগতির যে প্রবণতা লক্ষ্য করা গেছে, তার সঙ্গে সঙ্গতি রেখে রাজস্ব সংগ্রহের পরিমাণ গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের আলোচ্য মাসে সংগ্রহের পরিমাণ ১.৪ শতাংশ বেড়েছে। সদ্য সমাপ্ত নভেম্বর মাসে আমদানি থেকে সংগৃহীত রাজস্বের পরিমাণ ৪.৯ শতাংশ বেড়েছে এবং অভ্যন্তরীণ লেনদেন থেকে (পরিষেবা আমদানি সহ) রাজস্ব সংগ্রহের পরিমাণ গত বছরের ঐ একই মাসের তুলনায় এবার ০.৫ শতাংশ বেড়েছে।
২০২০-র নভেম্বর মাসে জিএসটি খাতে রাজস্ব সংগ্রহে রাজ্য-ভিত্তিক অগ্রগতি
রাজ্য
|
নভেম্বর-১৯
|
নভেম্বর-২০
|
অগ্রগতি
|
জম্মু ও কাশ্মীর
|
363
|
360
|
-1%
|
হিমাচল প্রদেশ
|
701
|
758
|
8%
|
পাঞ্জাব
|
1,375
|
1,396
|
2%
|
চন্ডীগড়
|
165
|
141
|
-14%
|
উত্তরাখন্ড
|
1,280
|
1,286
|
0%
|
হরিয়ানা
|
5,904
|
5,928
|
0%
|
দিল্লি
|
3,995
|
3,413
|
-15%
|
রাজস্থান
|
3,071
|
3,130
|
2%
|
উত্তর প্রদেশ
|
5,678
|
5,528
|
-3%
|
বিহার
|
1,107
|
970
|
-12%
|
সিকিম
|
157
|
223
|
42%
|
অরুণাচল প্রদেশ
|
36
|
60
|
68%
|
নাগাল্যান্ড
|
23
|
30
|
31%
|
মণিপুর
|
35
|
32
|
-9%
|
মিজোরাম
|
17
|
17
|
0%
|
ত্রিপুরা
|
51
|
58
|
13%
|
মেঘালয়
|
117
|
120
|
2%
|
আসাম
|
958
|
946
|
-1%
|
পশ্চিমবঙ্গ
|
3,460
|
3,747
|
8%
|
ঝাড়খন্ড
|
1,720
|
1,907
|
11%
|
ওডিশা
|
2,347
|
2,528
|
8%
|
ছত্তিশগড়
|
2,176
|
2,181
|
0%
|
মধ্যপ্রদেশ
|
2,453
|
2,493
|
2%
|
গুজরাট
|
6,805
|
7,566
|
11%
|
দমন ও দিউ
|
101
|
2
|
-98%
|
দাদরা ও নগরহাভেলী
|
145
|
296
|
105%
|
মহারাষ্ট্র
|
15,968
|
15,001
|
-6%
|
কর্ণাটক
|
6,972
|
6,915
|
-1%
|
গোয়া
|
342
|
300
|
-12%
|
লাক্ষাদ্বীপ
|
2
|
0
|
-75%
|
কেরল
|
1,691
|
1,568
|
-7%
|
তামিলনাডু
|
6,449
|
7,084
|
10%
|
পুদুচেরী
|
157
|
158
|
1%
|
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
|
25
|
23
|
-7%
|
তেলেঙ্গানা
|
3,349
|
3,175
|
-5%
|
অন্ধ্রপ্রদেশ
|
2,230
|
2,507
|
12%
|
লাদাখ
|
-
|
9
|
|
অন্যান্য এলাকা
|
153
|
79
|
-48%
|
কেন্দ্রীয় এক্তিয়ারভুক্ত এলাকা
|
95
|
138
|
45%
|
মোট
|
81,674
|
82,075
|
0.5%
|
CG/BD/SB
(Release ID: 1677400)
Visitor Counter : 286
Read this release in:
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam