স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

দেশে সংক্রমিতদের মোট দৈনিক মৃত্যুর হারের ৭১ শতাংশ দিল্লী, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, পাঞ্চাব, কেরালা, উত্তরপ্রদেশ ও রাজস্থান- এই ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ঘটছে

Posted On: 29 NOV 2020 1:31PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৯ নভেম্বর, ২০২০

গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমিতদের মোট দৈনিক মৃত্যুর হারের ৭০.৯৭ শতাংশ দিল্লী, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, পাঞ্চাব, কেরালা, উত্তরপ্রদেশ ও রাজস্থান- এই ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ঘটেছে। দিল্লীতে সর্বোচ্চ ৮৯ জন, মহারাষ্ট্র ৮৮ জন এবং পশ্চিমবঙ্গে ৫২ জন মারা গেছেন।

আজ দেশে চিকিৎসাধীন সংক্রমিত ৪,৫৩,৯৫৬ জন। ভারতে মোট সংক্রমিতের ৪.৮৩ শতাংশ বর্তমানে চিকিৎসাধীন। মহারাষ্ট্রে ১৯৪০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। দিল্লীতে ১৬০৩ জন কোভিড মুক্ত হয়েছেন।

দেশে মোট নতুনভাবে সংক্রমিতদের মধ্যে ৭০.৪৩ % মানুষ কেরালা, মহারাষ্ট্র, দিল্লী, পশ্চিমবঙ্গ, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও ছত্তিশগড়- এই ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাস করেন। কেরালায় নতুন করে ৬২৫০ জন, মহারাষ্ট্রে ৫৯৬৫ জন ও দিল্লীতে ৪৯৯৮ জন সংক্রমিত হয়েছেন। দেশে ৮,৮০,২,২৬৭ জন সংক্রমিত হয়েছেন। জাতীয় স্তরে কোভিড মুক্ত হওয়ার হার ৯৩.৭১ % ।

গত ২৪ ঘন্টায় ৪২,২৯৮ জন মোট সুস্থ হয়েছেন। এর মধ্যে ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করেন ৬৮.৭৩ শতাংশ। দিল্লীতে একদিনে ৬৫১২ জন, কেরালায় ৫২৭৫ জন ও মহারাষ্ট্রে ৩৯৩৭ জন সুস্থ হয়েছেন।

***

 

CG/CB/NS



(Release ID: 1677050) Visitor Counter : 88