প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী জেএনইউ ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তির আবরণ উন্মোচন করেছেন


জাতীয় স্বার্থের চাইতে আদর্শকে অগ্রাধিকার দেওয়া উচিৎ নয় : প্রধানমন্ত্রী

ভাবনার আদান-প্রদান এবং নতুন ভাবনার গতিকে সব সময় বিনা বাধায় চলতে দিতে হবে

Posted On: 12 NOV 2020 8:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ নভেম্বর, ২০২০

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন দিল্লিতে জেএনইউ ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তির আবরণ উন্মোচন করেছেন।

প্রধানমন্ত্রী জেএনইউ-এর ছাত্রছাত্রী এবং দেশের যুব সম্প্রদায়কে তাঁর ভাষণে জাতীয় স্বার্থের চাইতে আদর্শকে অগ্রাধিকার দিলে কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে তাঁর মতামত জানিয়েছেন। তিনি বলেছেনআমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এর ফলে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়। "কারণআমার আদর্শ একটি ভাবনায় চলবেআবার জাতীয় স্বার্থ অন্য ভাবনায়আমাকে একই গণ্ডীর মধ্যে ভাবনা-চিন্তা করতে হবেআমি একই জিনিস নিয়ে কাজ করবএই ধারণাটাই ভুল।” শ্রী মোদী বলেছেনএকজন তাঁর আদর্শের বিষয়ে গর্বিত হতেই পারেনকিন্তু একইসঙ্গে জাতীয় স্বার্থের ক্ষেত্রে আমাদের দেখতে হবে আমাদের আদর্শ যেন স্বার্থের পরিপন্থী না হয়। এই বিষয়টির ওপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন।

প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের বলেছেনদেশের ইতিহাসে যখনই সঙ্কটের সময় এসেছেতখন দেশের স্বার্থে প্রতিটি আদর্শের মানুষ একজোট হয়েছেন। স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর নেতৃত্বে সব আদর্শের মানুষ জোট বেঁধেছিলেন। তাঁরা একসঙ্গে সংগ্রাম করেছেন। দেশ এই একই সংহতি দেখেছিল জরুরি অবস্থার সময়। প্রাক্তন কংগ্রেসি নেতৃবৃন্দ এবং কর্মীরা তাঁরাও জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন। সেখানে আরএসএস-এর স্বেচ্ছাসেবক এবং জনসঙ্ঘের মানুষেরাও ছিলেন। সমাজতন্ত্র ও কমিউনিস্ট ভাবধারার মানুষও একজোট হয়েছিলেন।

এই সংহতির প্রতি প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে বলেছেনকেউই তাঁর আদর্শ থেকে চ্যুত হবেন না। তবে সকলের একটি উদ্দেশ্য থাকতে হবে জাতীয় স্বার্থ। আর তাই যখনই দেশের ঐক্যঅখণ্ডতা এবং জাতীয় স্বার্থের প্রশ্ন আসবেতখন সিদ্ধান্ত নেওয়ার সময় কোনও আদর্শের কথা ভাবলে তা দেশের জন্য ক্ষতিকর হবে।

প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেনভাবনা ভাগ করে নেওয়া এবং নতুন ভাবনার গতিতে কোনও বাধা সৃষ্টি করা উচিৎ নয়। আমাদের দেশের মাটি হল সেই মাটি যেখানে বিভিন্ন ভাবধারার বীজ বিকশিত হয়েছে। এই ঐতিহ্যকে আরও শক্তিশালী করার দায়িত্ব আমাদের যুব সম্প্রদায়ের। এই ঐতিহ্যের জন্য ভারতে বিশ্বের সবথেকে প্রাণবন্ত গণতন্ত্র রয়েছে বলে শ্রী মোদী মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী তাঁর সরকারের সংস্কারের বিষয়ে ছাত্রছাত্রীদের বিস্তারিতভাবে জানিয়েছেন। তিনি বলেছেনআত্মনির্ভর ভারতের ধারণা ১৩০ কোটির বেশি মানুষের সঙ্ঘবদ্ধ চেতনার মাধ্যমে গড়ে উঠেছে। আর এটাই আমাদের উচ্চাকাঙ্ক্ষার মূল কারণ। দেশের সংস্কার অব্যাহত রাখার প্রসঙ্গ উল্লেখ করে শ্রী মোদী জেএনইউ-এর ছাত্রছাত্রীদের আবেদন জানিয়েছেন কিভাবে ভালো সংস্কারের মাধ্যমে খারাপ রাজনীতিকে পরিবর্তন ঘটিয়ে ভালো রাজনীতিতে পরিণত করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করার। তিনি বলেছেনআজ সংস্কারের পেছনে ভারতের প্রতিটি ক্ষেত্রকে আরও উন্নত করে তোলার চাহিদা রয়েছে। যে উদ্দেশ্য এবং লক্ষ্যের মাধ্যমে আজ সংস্কার হাতে নেওয়া হয়েছে তা অত্যন্ত আন্তরিক। তিনি বলেছেনএই সংস্কার শুরুর সঙ্গে সঙ্গে একটি সুরক্ষার বলয় তৈরি করা হয়েছে এবং সেই সুরক্ষার ভিত্তি হল বিশ্বাস।

প্রধানমন্ত্রী বলেছেনদীর্ঘ সময় ধরে দরিদ্রদের শুধুমাত্র স্লোগান দেওয়ার জন্যই ব্যবহার করা হত। দেশের ব্যবস্থার সঙ্গে দরিদ্র মানুষদের যুক্ত করার কোনও উদ্যোগই নেওয়া হয়নি। তিনি বলেছেনদরিদ্র মানুষেরা ছিলেন সবথেকে অবহেলিতযোগাযোগহীন এবং অর্থনৈতিক কর্মসূচির আওতার বাইরে। তিনি আরও বলেছেনএখন দরিদ্র ব্যক্তিরা নিজেদের পাকা বাড়িশৌচালয়বিদ্যুৎগ্যাসপরিচ্ছন্ন পানীয় জলডিজিটাল ব্যাঙ্কিংকম খরচে মোবাইলের যোগাযোগ এবং ইন্টারনেট সংযোগ পাচ্ছেন। দরিদ্রদের চারপাশে এই সুরক্ষা কবচই তৈরি করা হয়েছে যেটি তাঁদের উচ্চাকাঙ্ক্ষা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবেভালো সেচের ব্যবস্থাকৃষি বাজারগুলির আধুনিকীকরণ-ন্যামসয়েল হেলথ কার্ডন্যূনতম সহায়ক মূল্যে ভালো মানের ইউরিয়া সার পাওয়া এসবের মাধ্যমে কৃষকের জন্য সুরক্ষার একটি বলয় তৈরি করা হয়েছে। সরকার প্রথমে তাঁদের চাহিদা পূরণের জন্য কাজ করেছে আর এখন তাঁদের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করছে।

প্রধানমন্ত্রী আশা করেনজেএনইউ-তে স্বামীজির এই মূর্তি প্রত্যেকের জন্য অনুপ্রেরণার কারণ হবে এবং স্বামী বিবেকানন্দ যেমনটা চাইতেনঠিক সেরকম সাহস সকলের মধ্যে দেখা যাবে। তিনি আরও বলেছেনএই মূর্তি অন্যের প্রতি দয়া করার বিষয়টির শিক্ষা দেবে যা স্বামীজির দর্শনের মূল কথা। তিনি আশা করেনএই মূর্তি দেশের জন্য আমাদের একনিষ্ঠভাবে কাজ করা শেখাবেআমাদের দেশকে ভালোবাসতে হয় কিভাবে তা শেখাবে যা ছিল স্বামীজির জীবনের মূলমন্ত্র। তিনি আশা করেনএই মূর্তির মাধ্যমে দেশ একতার দর্শনে উদ্বুদ্ধ হবে এবং যুব সম্প্রদায়ের নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে চলবেস্বামীজি যা আশা করতেন। তিনি আশা করেনএই মূর্তির মাধ্যমে একটি শক্তিশালী ও সমৃদ্ধশালী ভারতবর্ষ গড়ার যে স্বপ্ন স্বামীজি দেখতেন তা আমাদের অনুপ্রাণিত করবে।

***

 

 

CG/CB/DM


(Release ID: 1672468) Visitor Counter : 244