প্রধানমন্ত্রীরদপ্তর

ভারত-ইতালি ভার্চ্যুয়াল সম্মেলন (৬ই নভেম্বর, ২০২০)

Posted On: 06 NOV 2020 7:50PM by PIB Kolkata

নয়াদিল্লি নভেম্বর২০২০

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী অধ্যাপক গ্যুসেপ্পে কোন্টের মধ্যে একটি ভার্চ্যুয়াল দ্বিপাক্ষিক সম্মেলন ৬ই নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধানমন্ত্রী ২০১৮ সালে অধ্যাপক কোন্টের ভারত সফরের কথা উল্লেখ করেছেন এবং দুটি দেশের মধ্যে দ্রুত সম্পর্কের উন্নয়নের প্রশংসা করেছেন। অধ্যাপক কোন্টে পরিস্থিতি অনুসারে শ্রী মোদীকে ইতালি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

 

দুই নেতা এই সম্মেলনে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সর্বাঙ্গীণ পর্যালোচনা করেছেন। উভয় নেতাই কোভিড-১৯ মহামারী সহ অভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাঁদের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

 

দুই নেতাই রাজনৈতিকঅর্থনৈতিকবিজ্ঞান প্রযুক্তিমহাকাশ প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। উভয় পক্ষই আঞ্চলিক আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়েও সহমত হয়েছে বিশেষ করেজি-২০ গোষ্ঠীর মতো আন্তর্জাতিক সংস্থায় দুটি দেশ একযোগে কাজ করবে। ২০২১-এর ডিসেম্বরে ইতালি জি-২০ গোষ্ঠীর সভাপতির দায়িত্ব গ্রহণ করবে আর ২০২২ সালে ভারত এই দায়িত্ব পালন শুরু করবে। ভারত এবং ইতালি একযোগে ২০২০- ডিসেম্বর থেকে জি-২০ গোষ্ঠীর কাজকর্মে আরও সহযোগিতা বাড়াবে। আন্তর্জাতিক সৌর জোটে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করার পর ইতালির এই জোটে যুক্ত হওয়ার বিষয়টিকে ভারত স্বাগত জানিয়েছে।

 

শক্তিমৎস্যপালনজাহাজ নির্মাণনকশা তৈরি ইত্যাদি বিভিন্ন বিষয়ে সম্মেলনের ফাঁকে ১৫টি সমঝোতাপত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

 

CG/CB/DM



(Release ID: 1670848) Visitor Counter : 162