PIB Headquarters

কোভিড-১৯ সংক্রান্ত পিআইবি’র প্রাত্যহিক সংবাদ

Posted On: 05 NOV 2020 5:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ নভেম্বর,  ২০২০

 

 

ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে; ২৭টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজারের কম; সুস্পষ্টভাবে মোট করোনায় আক্রান্তের ৭৮ শতাংশই ১০টি রাজ্য থেকে

ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। পরপর সাতদিন সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লক্ষের নিচে রয়েছে। বর্তমানে এই সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৯৬২। দেশে মোট আক্রান্তের কেবল ৬.৩১ শতাংশই সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজারের কম। সুস্পষ্টভাবে মোট করোনায় আক্রান্তের ৭৮ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। এর মধ্যে মহারাষ্ট্র, কেরল, দিল্লি ও পশ্চিমবঙ্গ থেকেই মোট আক্রান্তের ৫১ শতাংশ রয়েছেন। সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হারে নিম্নমুখী প্রবণতা থাকার দরুণ দেশে মোট সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৭৭ লক্ষ ১১ হাজার ৮০৯। এর ফলে, সুস্থতার সংখ্যা ও আক্রান্তের সংখ্যার মধ্যে ফারাক বেড়ে হয়েছে প্রায় ৭২ লক্ষ। একইভাবে, জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯২.২০ শতাংশ। দেশে গত ২৪ ঘন্টায় ৫৫ হাজার ৩৩১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। অন্যদিকে, নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ২১০ জন। সদ্য আরোগ্য লাভকারীদের ৮০ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মহারাষ্ট্র, কেরল ও কর্ণাটক থেকে একদিনেই সর্বাধিক ৮ হাজারের বেশি করে করোনা রোগী আরোগ্য লাভ করেছেন। এই তিনটি রাজ্য থেকে সুস্থতার হার ৪৫ শতাংশের বেশি। দেশে গত ২৪ ঘন্টায় ৫০ হাজার ২১০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে ৭৯ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেরল থেকে সর্বাধিক ৮ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও দিল্লি থেকে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজারের বেশি। দেশে গত ২৪ ঘন্টায় করোনাজনিত কারণে ৭০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশই মারা গেছেন ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। সর্বাধিক ৩০০ জনের মৃত্যুর খবর মিলেছে মহারাষ্ট্র থেকে।

বিস্তারিত বিবরণের জন্য https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670307  – এই লিঙ্কে ক্লিক করুন।

 

“২০২০-র মধ্যে চিরতরে দূর করা যাক” : চলতি বছরের শেষ নাগাদ কোভিড সংক্রমণের গতি রুদ্ধ করতে প্রধানমন্ত্রীর জনআন্দোলন সফলভাবে রূপায়ণের জন্য দিল্লির প্রশংসা করলেন ডাঃ হর্ষবর্ধন

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন আজ দিল্লির উপ-রাজ্যপাল শ্রী অনীল বাইজল, স্বাস্থ্য মন্ত্রী শ্রী সত্যেন্দ্র কুমার জৈন এবং উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর জনআন্দোলন সফল করে তোলার জন্য দিল্লি সরকার সাধারণ মানুষকে মাস্কের ব্যবহার, দৈহিক দূরত্ব বজায় রাখা ও বারবার হাত পরিষ্কার রাখার মতো বিষয়গুলিকে সচেতন করে তোলার যে উদ্যোগ নিয়েছে, তিনি তার প্রশংসা করেন। ডাঃ হর্ষবর্ধন কোভিড সঙ্কট কার্যকরভাবে মোকাবিলায় সরকারের বিভিন্ন প্রয়াসের কথা উল্লেখ করেন। তিনি জানান, দিল্লির উত্তর, মধ্য, উত্তর-পূর্ব, পূর্ব, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব জেলাগুলিতে সংক্রমণের হার এখনও বেশি। এই প্রেক্ষিতে তিনি নমুনা পরীক্ষার হার বাড়ানোর এবং সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

 

বিস্তারিত বিবরণের জন্য https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670183  – এই লিঙ্কে ক্লিক করুন।

 

ডাঃ হর্ষবর্ধন কর্ণাটকে কোভিড আদর্শ আচরণ সুনিশ্চিত করার জন্য কোভিড-১৯ মোকাবিলায় গৃহীত ব্যবস্থা ও প্রস্তুতি পর্যালোচনা করেছেন

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন গতকাল কর্ণাটকের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা মন্ত্রী সহ উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যে কোভিড-১৯ আদর্শ আচরণ সুনিশ্চিত করার জন্য কোভিড-১৯ মোকাবিলায় গৃহীত পদক্ষেপ ও প্রস্তুতিগুলি পর্যালোচনা করেছেন। করোনা মোকাবিলায় ভারতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ডাঃ হর্ষবর্ধন বলেন, করোনার বিরুদ্ধে আমাদের লড়াই শীঘ্রই ১০ মাস পূরণ হতে চলেছে। কোভিড সংক্রমণ প্রতিরোধের মাপকাঠিতে দেশে অভাবনীয় অগ্রগতি ঘটেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা কমছে এবং মৃত্যু হার ক্রমশ নিম্নমুখী। জাতীয় স্তরে সুস্থতার হার ৯২ শতাংশ ছাড়িয়েছে। মৃত্যু হার কমে হয়েছে ১.৪৯ শতাংশ। ডাঃ হর্ষবর্ধন সাধারণ মানুষকে প্রধানমন্ত্রীর আন্তরিক জনআন্দোলনে সামিল হওয়ার পুনরায় আহ্বান জানান।

বিস্তারিত বিবরণের জন্য https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670205  – এই লিঙ্কে ক্লিক করুন।

 

বিহার বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আন্তর্জাতিক নির্বাচন পরিদর্শক কর্মসূচি আয়োজন করছে

 

ভারতের নির্বাচন কমিশন ৫-৭ই নভেম্বর পর্যন্ত বিদেশি নির্বাচন পরিচালনা সংস্থাগুলির জন্য আন্তর্জাতিক স্তরে এক ভার্চ্যুয়াল নির্বাচন পরিদর্শক কর্মসূচির আয়োজন করেছে। চলতি বিহার বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। বিহারে ভোটদাতার সংখ্যা ৭ কোটি ২০ লক্ষেরও বেশি, যা কোভিড-১৯ মহামারীর মধ্যে বিশ্বের বৃহত্তম নির্বাচন প্রক্রিয়া হিসাবে আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। তাই, নির্বাচনের বিপুল এই কর্মযজ্ঞ মহামারীর সময় নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সেরা পন্থাপদ্ধতি ও অভিজ্ঞতা বিনিময়ে এক অনন্য সুযোগ করে দিয়েছে। এই সুযোগের সদ্ব্যবহারেই নির্বাচন কমিশন আন্তর্জাতিক নির্বাচক পরিদর্শকদের জন্য ভার্চ্যুয়াল কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৪০টিরও বেশি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

 

বিস্তারিত বিবরণের জন্য https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670360  – এই লিঙ্কে ক্লিক করুন।

 

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থাগুলি সম্পর্কে সংগ্রহালয়, শিল্পকলা প্রদর্শনী কেন্দ্র ও প্রদর্শনী কেন্দ্রগুলি পুনরায় খোলার ক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রকের আদর্শ কার্যপরিচালন বিধি চালু

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পঞ্চম পর্যায়ের আনলক সংক্রান্ত নীতি-নির্দেশিকার ওপর ভিত্তি করে এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষে কাছ থেকে পাওয়া মতামত ও পরামর্শগুলি বিবেচনায় রেখে সংস্কৃতি মন্ত্রক কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থাগুলি সম্পর্কে সংগ্রহালয়, শিল্পকলা ও প্রদর্শনী কেন্দ্রগুলি পুনরায় খোলার ক্ষেত্রে আদর্শ কার্যপরিচালন বিধি জারি করেছে। এই নীতি-নির্দেশিকায় সংক্রমণ প্রতিরোধে সংগ্রহালয়, শিল্পকলা ও প্রদর্শনী কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে নির্দিষ্ট কিছু আদর্শ কার্যপরিচালন বিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিধিগুলি আগত শ্রোতা-দর্শকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মন্ত্রকেরপক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে, সংক্রমিত এলাকায় থাকা কোনও সংগ্রহালয় বা শিল্পকলা কেন্দ্র খোলা যাবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্য/কেন্দ্রশাসিত প্রশাসনগুলি সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি মূল্যায়ন করে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে চিন্তাভাবনা করতে পারে। তবে, মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, সংক্রমিত এলাকার বাইরে সংগ্রহালয়, শিল্পকলা কেন্দ্রগুলি ১০ই নভেম্বর পর্যন্ত পুনরায় দর্শকদের জন্য খোলা যেতে পারে। 

বিস্তারিত বিবরণের জন্য https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670360  – এই লিঙ্কে ক্লিক করুন।

 

পিআইবি’র আঞ্চলিক কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য 

 

• অরুণাচল প্রদেশ : রাজ্যে আরও ১ জনের মৃত্যুর খবর মেলায় করোনাজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হয়েছে। রাজ্যে বর্তমানে সুস্পষ্ট করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৪৫। সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৮.৮৬ শতাংশ,

 

• আসাম : রাজ্যে আরও ৩৮০ জনের করোনায় সংক্রমিত হওয়ার খবর মেলায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ছাড়িয়েছে। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৬৪ শতাংশ এবং সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার ৩.৯০ শতাংশ। 

 

• মণিপুর : রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে যাওয়ায় কোভিড-১৯ মোকাবিলায় একগুচ্ছ নতুন ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

• মেঘালয় : রাজ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৫৯। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৭৫২ জন। 

 

• মিজোরাম : রাজ্যে আরও ১০১ জনের সংক্রমিত হওয়ার খবর মেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৯৩ হয়েছে। রাজ্যে করোনাজনিত কারণে এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে।

 

• নাগাল্যান্ড : রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ২ জনের করোনায় মৃত্যুর খবর মিলেছে। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৩৪ জন। 

 

• সিকিম : রাজ্যে আরও ২৯ জনের সংক্রমিত হওয়ার খবর মেলায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪০ হয়েছে। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৫৭ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৩। 

 

• কেরল : রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে স্বেচ্ছায় ঘরবন্দী থাকার আবেদন জানিয়েছেন। এদিকে কেরল হাইকোর্ট রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষিতে স্থানীয় স্বশাসিত কর্তৃপক্ষের নির্বাচন স্থগিত রাখার একটি আবেদন নাকচ করে দিয়েছে। 

 

• তামিলনাডু : রাজ্য সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের ক্লাস পুনরায় শুরু করার যে সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল, তা প্রত্যাহার করে নিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে অভিভাবক এবং অভিভাবক – শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী ৯ই নভেম্বর আরও প্রস্থ আলোচনার পর বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 

 

• কর্ণাটক : ব্যাঙ্গালুরু টেকনোলজিকাল সামিট – ২০২০ এই প্রথমবার ভার্চ্যুয়াল পদ্ধতিতে আয়োজিত হতে চলেছে। কোভিড-১৯ মহামারী সত্ত্বেও এই সম্মেলনের জন্য শিল্প সংস্থা ও বিশেষজ্ঞদের কাছ থেকে অপ্রত্যাশিত সাড়া মিলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সম্মেলনের উদ্বোধন করবেন। 

 

• অন্ধ্রপ্রদেশ : রাজ্যের বিদ্যালয় শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, সরকারি স্কুলগুলিতে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৩৩ হাজার ছাড়িয়েছে। অবশ্য, সংক্রমণ ছড়ানোর হার প্রায় ৪ মাস পর ১০ শতাংশের নীচে নেমে এসেছে।

 

• তেলেঙ্গানা : রাজ্যে গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৫৩৯ জনের সংক্রমিত হওয়ার খবর মেলায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ছাড়িয়েছে। সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৫৬ জন। সুস্থ হয়েছেন ২ লক্ষ ২৫ হাজারেরও বেশি। এখনও পর্যন্ত হয়েছে ১ হাজার ৩৬২ জনের। এদিকে রাজ্যে সুস্থতার হার বেড়ে ৯১.৮৫ শতাংশ হলেও গত ৭ দিনে ১১টি জেলায় করোনা সংক্রমণের হার বেড়েছে।

 

• মহারাষ্ট্র : রাজ্য সরকার সিনেমা হল ও থিয়েটারগুলি খোলার অনুমতি দিয়েছে। মোট আসনের কেবল ৫০ শতাংশই ব্যবহার করা যাবে। এদিকে রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে রেকর্ড ৯০.৬৮ শতাংশ হয়েছে। রাজ্যে এখন সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১২ হাজারেরও কম।

 

• গুজরাট : রাজ্যে বুধবার আরও ৯৭৫ জনের সংক্রমিত হওয়ার খবর মেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৭৬ হাজার ছাড়িয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত করোনাজনিত কারণে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪০ জনের। সুস্থতার সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ছাড়িয়ে যাওয়ায় আরোগ্য লাভের হার বেড়ে ৯০.৮৬ শতাংশ হয়েছে। 

 

• রাজস্থান : রাজ্যে বুধবার আরও ১ হাজার ৭৭০ জনের সংক্রমিত হওয়ার খবর মেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ছাড়িয়েছে। রাজ্যে বর্তমানে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৩২৩। 

 

• মধ্যপ্রদেশ : রাজ্যে এখনও পর্যন্ত ৩০ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে গতকাল আরও ৭০০ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আক্রান্তের তুলনায় সুস্থতার হার বাড়তে থাকায় আক্রান্তের হার আরও কমে হয়েছে ২.৬ শতাংশ।

 

 

CG/BD/SB



(Release ID: 1670465) Visitor Counter : 105