প্রধানমন্ত্রীরদপ্তর

ফ্রান্সের নিসে একটি গির্জায় জঙ্গী হানার কঠোর নিন্দা করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 29 OCT 2020 7:55PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৯শে অক্টোবর, ২০২০
 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নিসে একটি গির্জার ভিতর জঘন্য হামলা সহ সম্প্রতি ফ্রান্সে যে সব জঙ্গী হানা হয়েছে, তার কঠোর নিন্দা করেছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আজ নিসে একটি গির্জার ভিতর জঘন্য হামলা সহ সম্প্রতি ফ্রান্সে যে সব জঙ্গী হানা হয়েছে, আমি  কঠোর ভাষায় সেগুলির  নিন্দা করছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ও ফ্রান্সের জনগণের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াই-এ ভারত ফ্রান্সের পাশে রয়েছে।“

 

 

CG/CB


(Release ID: 1668683) Visitor Counter : 192