স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে তাৎপর্যপূর্ণভাবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়েছে


বিগত ৯ দিনে ১ কোটি পরীক্ষা সম্পন্ন হয়েছে

গত ৬ সপ্তাহে প্রতিদিন গড়ে ১১ লক্ষ পরীক্ষা চালানো হয়েছে

পরীক্ষার পরিমাণ যত বৃদ্ধি পেয়েছে ক্রমবর্ধমান সংক্রমিতের হারের ধারাবাহিক পতন লক্ষ্য করা গেছে

Posted On: 29 OCT 2020 1:38PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৯ অক্টোবর, ২০২০
 
 
 
    চলতি বছরে জানুয়ারির পর থেকে ভারতে কোভিড-১৯এর পরীক্ষার পরিকাঠামো ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। যার ফলস্বরুপ নমুনা পরীক্ষার সংখ্যাও ক্রমশই বেড়েছে। দেশে নমুনা পরীক্ষার সক্ষমতা একদিন ক্রমশই বৃদ্ধি পেয়েছে। এখন প্রত্যেকদিন ১৫ লক্ষটি নমুনা পরীক্ষা করা হচ্ছে।
 
    গত ২৪ ঘন্টায় ১০ লক্ষ ৭৫ হাজার ৭৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে দেশে নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৬৫ লক্ষ ৬৩ হাজার ৪৪০টি।
 
    গত ৬ সপ্তাহে প্রত্যেক দিন গড়ে ১১ লক্ষটি নমুনা পরীক্ষা করা হয়েছে।
 
    পরীক্ষার সংখ্যা প্রত্যেকদিন বৃদ্ধি পাওয়ায় দেশে সংক্রমণের হার ক্রমশই কমতে শুরু করেছে। আজ পর্যন্ত সংক্রমণের হার হ্রাস পেয়ে ৭.৫৪ শতাংশ এসে পৌঁছেছে। গত ৩ সপ্তাহে দেশজুড়ে ব্যাপক হারে নমুনা পরীক্ষা চালানোর ফলে সংক্রমণের হার ক্রমশই নিম্নমুখী হয়েছে। বিগত ৯ দিনে ১ কোটিরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে প্রত্যেকদিন সংক্রমণের হার ৪.৬৪ শতাংশে পৌঁছেছে।
 
    সংক্রমিত রোগীর সংখ্যা ভারতে ক্রমশই কমছে। আজ পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৩ হাজার ৬৮৭। দেশে মোট সংক্রমিত রোগীর সংখ্যা শতাংশের নিরিখে মাত্র ৭.৫১%।
 
    সংক্রমিত রোগীর সংখ্যা যেমন কমেছে তেমনই সুস্থতার সংখ্যাও তেমনই বেড়েছে। দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৭৩ লক্ষ ১৫ হাজার ৯৮৯। আরোগ্যের সংখ্যা এবং সংক্রমিত রোগীর মধ্যে পার্থক্য দাঁড়িয়েছে প্রায় ৬৭ লক্ষে। যত বেশি মানুষ সুস্থ হয়ে উঠছেন এই পার্থক্য তত বেশি চওড়া হচ্ছে।
 
    গত ২৪ ঘন্টায় করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ৫৬ হাজার ৪৮০ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৮৮১ জন।
 
    ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে আরোগ্যের হার ৭৯ শতাংশ। 
 
    মহারাষ্ট্রে একদিনে ৮ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন। এরপরেই রয়েছে কেরালা। সেখানে একদিনেই আরোগ্য লাভের সংখ্যা ৭ হাজারেরও বেশি।
 
    গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৮৮১ জন। 
 
    ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে সংক্রমণের হার ৭৯ শতাংশ। কেরালায় একদিনে সংক্রমিত হয়েছেন ৮ হাজার মানুষ। এরপরই রয়েছে মহারাষ্ট্র। সেখানে একদিনে সংক্রমিত হয়েছে ৬ হাজার মানুষ। 
 
    গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫১৭ জনের। এরমধ্যে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যুর হার প্রায় ৮১ শতাংশ।
 
    মহারাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৯১ জনের। 
 
 
 
CG/SS/NS


(Release ID: 1668601) Visitor Counter : 178