শিল্পওবাণিজ্যমন্ত্রক
২০২০ সালের পেটেন্ট সংশোধনী নিয়মাবলীর ফলে ২৭ নম্বর ফর্ম পূরণ এবং গুরুত্বপূর্ণ নথির ইংরাজি অনুবাদের যাচাইয়ের প্রয়োজনীয় নিয়মাবলী
प्रविष्टि तिथि:
28 OCT 2020 1:41PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৮ অক্টোবর, ২০২০
২০১৮ সালের ২৩শে এপ্রিল দিল্লী হাইকোর্টের এক নির্দেশ অনুসারে ভারতে বাণিজ্যিক স্বার্থে ব্যবহৃত সামগ্রীর জন্য যে ২৭ নম্বর ফর্ম পূরণ করতে হয় সেই ফর্ম পূরণের নিয়মের সংশোধন করা হয়েছে। ২০২০র পেটেন্ট সংশোধনী নিয়ম ১৯শে অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এর ফলে ২৭ নম্বর ফর্ম পূরণ এবং যাচাই করা ইংরাজি অনুবাদের নথির ক্ষেত্রে নিয়মের কিছু পরিবর্তন হয়েছে।
২৭ নম্বর ফর্ম এবং ১৩১ (২)এর নিয়মের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি হল-
১) পেটেন্টের দাবিদাররা ২৭ নম্বর ফর্ম পূরণের ক্ষেত্রে ছাড় পাবেন। এক্ষেত্রে একটি পেটেন্ট বা একাধিক পেটেন্ট কার্যকর হবে।
২) যখন কোন পেটেন্ট একাধিক ব্যক্তিকে দেওয়া হবে সেক্ষেত্রে যৌথভাবে ২৭ নম্বর ফর্ম পূরণ করা যেতে পারে।
৩) পেটেন্ট প্রাপ্ত ব্যক্তিদের সম্ভাব্য রাজস্ব বা মূল্য বৃদ্ধির বিষয়টি জানাতে হবে।
৪) পেটেন্ট প্রাপ্ত ব্যক্তিদের পক্ষে অনুমোদিত এজেন্টরাও ২৭ নম্বর ফর্ম পূরণ করতে পারেন।
৫) পেটেন্ট প্রাপ্ত ব্যক্তিদের এখন থেকে ২৭ নম্বর ফর্ম পূরণের জন্য ৩ মাসের পরিবর্তে ৬ মাস সময় দেওয়া হবে।
৬) পেটেন্ট প্রাপ্ত ব্যক্তিদের কোন ভাঙা অর্থবর্ষে অর্থাৎ বছরের মাঝামাঝি সময় থেকে ২৭ নম্বর ফর্ম পূরণ করতে হবেনা।
৭) ২৭ নম্বর ফর্ম পূরণের সময় পেটেন্ট প্রাপ্ত ব্যক্তিদের তথ্য জমা দেওয়ার নিয়ম শিথিল করা হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য ১৯৭০ সালের পেটেন্ট আইনের ১৪৬ (১) ধারা অনুসারে কন্ট্রোলার প্রয়োজনে পেটেন্ট প্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে তথ্য চাইতে পারন।
২১ নম্বর নিয়মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনঃ-
১) গুরুত্বপূর্ণ নথিটি যদি ডাব্লুআইপিও-র ডিজিটাল গ্রান্থাগারে থাকে সেক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় পেটেন্ট দপ্তরে আবেদন জমা করতে হবে না।
২) আবেদনকারীকে গুরুত্বপূর্ণ নথির যাচাই করা ইংরাজী অনুবাদ তখনই জমা দিতে হবে যখন সংশ্লিষ্ট নথির বৈধতা নির্ধারণের ক্ষেত্রে দেখা হবে উদ্ভাবনটি পেটেন্টের যোগ্য কি না।
এই পরিবর্তনগুলি বাণিজ্যিকভাবে ব্যবহারে জন্য পেটেন্টের ক্ষেত্রে কার্যকর হবে। ২৭ নম্বর ফর্ম এবং গুরুত্বপূর্ণ নথির যাচাইকৃত ইংরাজি অনুবাদ- দুটি ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে।
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1668149)
आगंतुक पटल : 297