অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
এনটিপিসি তাপবিদ্যুৎ প্রকল্পগুলির গবেষণা ও পরিদর্শনের জন্য ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছে
Posted On:
23 OCT 2020 12:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২০
মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল সুপার থার্মাল পাওয়ার স্টেশন, গাদাওয়ারা সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং ছত্তিশগড়ের সিপাত সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টে রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম (আরপিএএস)-এর সাহায্যে গবেষণা ও পরিদর্শনমূলক কাজকর্ম পরিচালনার চালানোর জন্য জাতীয় তাপবিদ্যুৎ নিগম (এনটিপিসি)-কে শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক এবং ডিরেক্টরেট জেনারেল অফ্ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।
মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী অম্বর দুবে জানিয়েছেন, এনটিপিসি এই তিন প্রকল্পে ড্রোনের সাহায্যে বিস্তৃত ভূখণ্ড সংক্রান্ত মানচিত্র নির্মাণ, আয়তনের পরিমাপ সংক্রান্ত বিশ্লেষণ, ভূখণ্ডের পর্যবেক্ষণ এবং অন্যান্য কাজকর্মগুলি চালাতে পারবে। এর পাশাপাশি অল্প খরচে নির্ভুল তথ্য উঠে আসবে এনটিপিসি-র হাতে। পরিকাঠামো, খননকার্য, কৃষি ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ বিতরণ ক্ষেত্রে শিল্পসংক্রান্ত ক্ষেত্রে ড্রোনের ব্যবহারের প্রচার বৃদ্ধি করতে ভারত সরকার যথেষ্টই তৎপর।
চলতি বছরের ৩১শে ডিসেম্বর অথবা ডিজিটাল স্কাই প্ল্যাটফর্মের পুরো কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত (যেটি আগে হবে) এই শর্তসাপেক্ষে ছাড় মিলবে।
এনটিপিসি অসামরিক বিমান চলাচল মন্ত্রকের বিমান চলাচল সংক্রান্ত ১৯৩৭-এর আইনের ১৫ক ধারা অনুযায়ী ছাড় পাবে। তবে, এনটিপিসি-কে স্থানীয় প্রশাসন, প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, বায়ু সেনা, বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আরপিএএস কার্যক্রম চালানোর প্রয়োজনীয় ছাড়পত্র নিতে হবে। ভারত সরকার এনটিপিসি-কে একমাত্র আরপিএএস কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেই অনুমতি দিয়েছে। আরপিএএস-এর মাধ্যমে ছবি অথবা ভিডিওই একমাত্র ব্যবহার করতে পারবে এনটিপিসি। এই আরপিএএস কার্যক্রম নিরাপত্তার পুরো দায়িত্ব বর্তাবে এনটিপিসি-র ওপরে। বিশেষ করে আরপিএএস-এর মাধ্যমে সংগৃহিত তথ্য সুরক্ষার দায়িত্ব এনটিপিসি-র। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একমাত্র এই আরপিএএস কার্যক্রম পরিচালিত হবে। সরকারি সম্পত্তি, গোপনীয়তা রক্ষা এবং এই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্ব এনটিপিসি-র। এনটিপিসি কেবলমাত্র প্রশিক্ষিত ও অভিজ্ঞ কর্মীদেরই এই আরপিএএস পরিচালন কাজে যুক্ত করবে। এই কাজ পরিচালনার করার সময় দুর্ঘটনার কারণে কোনো কর্মীর মৃত্যু হলে ডিজিসিএ-কে জানাতে হবে।
CG/SS/SKD
(Release ID: 1667140)
Visitor Counter : 196
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam