গ্রামোন্নয়নমন্ত্রক
গরিব কল্যাণ রোজগার অভিযানের আওতায় প্রায় ৩২ কোটি কর্মদিবস সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং ৩১ হাজার ৫০০ কোটি টাকারও বেশি অর্থ এ পর্যন্ত ব্যয় করা হয়েছে
प्रविष्टि तिथि:
12 OCT 2020 4:44PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১২ অক্টোবর, ২০২০
কোভিড-১৯ সংক্রমণের জেরে গ্রামাঞ্চলে ফিরে আসা পরিযায়ী কর্মী এবং ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কর্মসংস্থান ও জীবিকার সুযোগ করে দিতে গরিব কল্যাণ রোজগার অভিযানের সূচনা করা হয়েছে। এই প্রকল্পটিকে এক মিশন মোড হিসেবে নেওয়া হয়েছে। মূলত ৬টি রাজ্যে সবথেকে বেশি ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এই অভিযান বিশেষ কার্যকরী ভূমিকা পালন করেছে। এই ৬টি রাজ্যে ১১৬টি জেলায় পরিযায়ী শ্রমিকদের জীবন-জীবিকার সুযোগ বৃদ্ধির মাধ্যমে গ্রামবাসীদের ক্ষমতায়ণে বিশেষ সাহায্য করেছে।
এই অভিযান সূচনার ১৫ সপ্তাহের মধ্যে প্রায় ৩২ কোটি কর্মদিবস সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ প্রদান করা হয়েছে এবং এই আওতায় ৩১ হাজার ৫৭৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই অভিযানে ১ লক্ষ ৩২ হাজার ১৪৬টি জলাধার পরিকাঠামো, ৪ লক্ষ ১২ হাজার ২১৪টি গ্রামীণ বাড়ি, ৩৫ হাজার ৫২৯টি গবাদি পশুর আশ্রয়স্থল, ২৫ হাজার ৬৮৯টি কৃষি ভিত্তিক পুকুর এবং ১৬ হাজার ২৫৩টি কমিউনিটি শৌচালয় কমপ্লেক্স তৈরি করা হয়েছে। এছাড়াও ২ হাজার ১২৩টি গ্রাম পঞ্চায়েতে ইন্টারনেট সংযোগের সুবিধা প্রদান করা হয়েছে। জেলা ভিত্তিক খনিজ তহবিলের সাহায্যে ৭ হাজার ৩৪০ টি কাজ করা হয়েছে। এমনকি কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার আওতায় ২১ হাজার ৫৯৫ টি কাজ সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাহায্যে ৬২ হাজার ৮২৪ জনকে দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
১২টি মন্ত্রক/দপ্তর এবং রাজ্য সরকারের নিরলস প্রয়াসে এই অভিযানে সফলতা লক্ষ্য করা গেছে। পরিযায়ী শ্রমিক এবং গ্রামীণ মানুষের উন্নয়নে যথাসাধ্য প্রয়াস চালানো হয়েছে। যেসমস্ত পরিযায়ী শ্রমিক ফিরে এসে স্থায়ীভাবে থাকতে চান তাদের কথা চিন্তা করে দীর্ঘস্থায়ী কর্মসংস্থান এবং জীবন-জীবিকার সুবিধার্থে দীর্ঘ মেয়াদ ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
CG/SS /NS
(रिलीज़ आईडी: 1663811)
आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam