স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে সংক্রমণের হার ক্রমশ কমছে


মোট সংক্রমিতের ১২.১ শতাংশ বর্তমানে চিকিৎসাধীন

পর পর ৪ দিন সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ৯ লক্ষের কম রয়েছে

Posted On: 12 OCT 2020 11:10AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১২ অক্টোবর, ২০২০
 
 
 
 
ভারতে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। একমাস পর, ৪ দিন ধরে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ৯ লক্ষের কম। বর্তমানে দেশে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ৮ লক্ষ ৬১ হাজার ৮৫৩- মোট সংক্রমিতের মাত্র ১২.১ শতাংশ। 

 

দেশে মোট ৬১ লক্ষ ৪৯ হাজার ৫৩৫ জন কোভিড মুক্ত হয়েছেন। সুস্থ হয়ে ওঠার থেকে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা কমে হয়েছে ৭২ লক্ষ ৮৭ হাজার ৬৮২। গত ২৪ ঘন্টায় ৭১ হাজার ৫৫৯ জন আরোগ্য লাভ করেছেন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৬ হাজার ৭৩২ জন। দেশে আরোগ্য লাভের হার ৮৬.৩৬ শতাংশ। 
 
১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে কোভিড মুক্তদের মধ্যে ৭৭ শতাংশ বাস করেন। মহারাষ্ট্র এবং কর্ণাটকে একদিনে ১০ হাজারের বেশি সুস্থ হয়ে উঠেছেন। 

 

সংক্রমিতদের মধ্যে ৮১ শতাংশই বাস করেন ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। মহারাষ্ট্রে নতুন করে ১০ হাজারের বেশি ও কর্ণাটক ও কেরলে ৯ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন।  

 

গত ২৪ ঘন্টায় ৮১৬ জন মারা গেছেন। এরমধ্যে ৮৫ শতাংশ মৃত্যুই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ঘটনা। মহারাষ্ট্রে ৩০৯ জন অর্থাৎ মোট মৃত্যুর ৩৭ শতাংশ ঘটনা ঘটেছে। 
 
 
 
 
CG/CB/NS


(Release ID: 1663683) Visitor Counter : 207