প্রতিরক্ষামন্ত্রক

৮৮তম বিমানবাহিনী স্থাপনা দিবসে বিমান যোদ্ধাদের শুভেচ্ছা প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং – এর

Posted On: 08 OCT 2020 12:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ অক্টোবর,  ২০২০

 

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ ভারতীয় বিমান বাহিনী্র ৮৮তম স্থাপনা দিবস উপলক্ষে বিমান যোদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেছেন, “৮৮ বছর ধরে ভারতীয় বিমান বাহিনীর যোদ্ধারা ত্যাগ, উৎসর্গ ও শ্রেষ্ঠত্ব প্রদান করে চলেছেন, যার মাধ্যমে আজ তাঁরা এক শক্তিশালী বাহিনী হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, নীল পোশাক পরিহিত পুরুষ ও মহিলা বায়ুসেনা কর্মীদের জন্য দেশ গর্বিত। ভারতীয় বিমান বাহিনীর বীরত্বকে সকলেই অভিনন্দন জানায়। যে কোনও রকম সমস্যা মোকাবিলায় এবং শত্রুপক্ষ প্রতিরোধে ভারতীয় বিমান বাহিনী সর্বদাই প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। শ্রী সিং এক ট্যুইট বার্তায় আরও বলেন, “আমরা ভারতীয় বিমান বাহিনীর আধুনিকীকরণ এবং দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাঁদের যুদ্ধ ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ”।

প্রতিরক্ষা মন্ত্রী আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন যে, ভারতীয় বিমান বাহিনী যা কিছুই ঘটুক না কেন, সর্বদা আকাশপথে দেশকে নিরাপত্তা দিচ্ছে। তিনি বলেন, “ আপনাদের নীল আকাশে বিচরণ এবং নিরাপদে অবতরণের জন্য সর্বদাই কামনা করি”। 

 

CG/SS/SB


(Release ID: 1662764) Visitor Counter : 137