স্বরাষ্ট্র মন্ত্রক
                
                
                
                
                
                
                    
                    
                        র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ)-এর ২৮ তম প্রতিষ্ঠা দিবসে জওয়ান এবং তাঁদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                07 OCT 2020 11:16AM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুন দিল্লি,  ০৭ অক্টোবর, ২০২০
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ)-এর ২৮ তম প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। এক ট্যুইট বার্তায় শ্রী শাহ্ বলেছেন, “আরএএফ-এর ২৮ তম প্রতিষ্ঠা দিবসে জওয়ান এবং তাঁদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি। আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা মোকাবিলায় আরএএফ-এর জওয়ানরা এক অনন্য নজির সৃষ্টি করেছে। বিভিন্ন মানবিক কর্মকাণ্ড এবং রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে তাঁদের প্রতিশ্রুতি বার বার ভারতকে গর্বিত করেছে।”
আরএএফ একটি বিশেষ বাহিনী। ১৯৯২ সালে অক্টোবরে আজকের দিনে প্রাথমিকভাবে ১০টি ব্যাটালিয়ন নিয়ে এই বাহিনীর যাত্রা শুরু হয়। পরবর্তী কালে ২০১৮ সালের পয়লা জানুয়ারি এই বাহিনীর সঙ্গে আরও ৫টি ইউনিট যুক্ত করা হয়। দাঙ্গা এবং দাঙ্গার মতো পরিস্থিতি মোকাবিলার জন্য এই বাহিনী প্রতিষ্ঠা করা হয়েছে। এর পাশাপাশি সমাজের সর্বস্তরে মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ সুরক্ষার কাজে দায়িত্বের সঙ্গে কর্তব্য পালন করে চলেছে এই বাহিনী।
 
CG/SS/SKD
                
                
                
                
                
                (Release ID: 1662427)
                Visitor Counter : 139
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Tamil 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam