আদিবাসীবিষয়কমন্ত্রক

শ্রী অর্জুন মুন্ডা আদিবাসী মানুষের উৎপাদিত সামগ্রীর বৃহত্তম বিপণনী 'ট্রাইবস ইন্ডিয়া ই-মার্কেট প্লেস' এবং কলকাতা ও ঋষিকেশে দুটি নতুন ট্রাইবস ইন্ডিয়া আউটলেটের উদ্বোধন করেছেন

Posted On: 02 OCT 2020 3:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ অক্টোবর, ২০২০

 

 

আদিবাসী মানুষের জীবন-জীবিকায় পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে আরও একটি যুগান্তকারী পদক্ষেপের অঙ্গ হিসেবে ভারতের বৃহত্তম হস্তসামগ্রী ও অর্গ্যানিক সামগ্রীর বিপণী হল 'ট্রাইবস ইন্ডিয়া ই-মার্কেট প্লেস'। কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা আদিবাসী মানুষের উৎপাদিত সামগ্রী বিপণনের জন্য বৃহত্তম এই বাজার ব্যবস্থার সূচনা করে বলেন, মহামারী সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত ট্রাইফেড সংস্থার কর্মীরা আদিবাসী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নিরন্তর প্রয়াস চালিয়েছেন। ট্রাইফেড-এর নতুন এই প্রয়াস প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়ে তোলার দূরদৃষ্টির সঙ্গে সাযুজ্য রেখে গ্রহণ করা হয়েছে।

 

আদিবাসী মানুষের উৎপাদিত সামগ্রীর বৃহত্তম এই বিপণীতে হস্তশিল্পের একাধিক সুচারু নমুনা স্থান পেয়েছে। এই বাজার ব্যবস্থা আদিবাসী মানুষ, বিশেষ করে শিল্পীদের উৎপাদিত সামগ্রীগুলির সরাসরি বিপণনে সাহায্য করবে। এমনকি, আদিবাসী মানুষের উৎপাদিত পণ্যসামগ্রীর বাণিজ্যিক লেনদেনে ডিজিটাইজেশনের প্রচলনের দিক থেকেও এই প্রয়াস আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উপলক্ষে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী শ্রীমতী রেণুকা সিং সহ বিভাগীয় সচিব শ্রী দীপক খান্ডেকর, ট্রাইফেড-এর চেয়ারম্যান শ্রী রমেশ চন্দ্র মীনা সহ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

 

আদিবাসী মানুষের সহায়তায় শ্রী মুন্ডা ট্রাইফেড-এর একাধিক কর্মসূচির সূচনা করেন। এর মধ্যে রয়েছে 'ট্রাইবস ইন্ডিয়া'র ঋষিকেশ ও কলকাতায় দুটি বিপণী। ইতিমধ্যেই ট্রাইফেড / ট্রাইবস ইন্ডিয়া অনলাইন বাণিজ্যিক সংস্থা অ্যামাজনের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছে। এর ফলে, ট্রাইবস ইন্ডিয়া বিপণনীর বিভিন্ন সামগ্রী অনলাইনেও সংগ্রহ করা যাবে। শ্রী মুন্ডা ট্রাইফেড ও ট্রাইবস ইন্ডিয়ার উদ্যোগে পাকুড় মধু বিপণনেরও সূচনা করেন। ঝাড়খণ্ডের পাকুড় জেলার সাঁওতাল আদিবাসীদের সংগৃহীত ১০০ শতাংশ প্রাকৃতিক গুণবিশিষ্ট এই মধুতে একাধিক পুষ্টিকর উপাদান রয়েছে। পাকুড় জেলা থেকে সংগৃহীত হওয়ার জন্য এই মধুর এরকম নাম দেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে, পাকুড় জেলার সাঁওতাল আদিবাসীরা রাষ্ট্রায়ত্ত ট্রাইফেড-এর জন্য তিন টন মধু উৎপাদন করেছে। 

 

এই উপলক্ষে শ্রী মুন্ডা বলেন, 'ট্রাইবস ইন্ডিয়া ই-মার্কেট প্লেস' এমন এক উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ যার মাধ্যমে ট্রাইফেড আদিবাসী মানুষের উৎপাদিত হস্তশিল্প, তাঁতবস্ত্র, প্রাকৃতিক খাবারের মতো ভিন্ন ভিন্ন ধরনের প্রায় ৫ লক্ষ সামগ্রীর বিপণন করবে। এই ধরনের সামগ্রীগুলির সরবরাহকারীদের মধ্যে যেমন আদিবাসী শিল্পীরা রয়েছেন, তেমনই আদিবাসী স্বনির্ভর গোষ্ঠী ও স্বেচ্ছাসেবী সংস্থা যুক্ত রয়েছে। ট্রাইফেড-এর চেয়ারম্যান শ্রী আর সি মীনা বলেন, সংস্থার লক্ষ্যই হল গৃহীত বিভিন্ন উদ্যোগগুলিকে সার্বিকভাবে সফল করে তোলা। এই লক্ষ্যে সংস্থাটি আদিবাসী মানুষের উৎপাদিত বিভিন্ন সামগ্রীগুলির বিশেষ করে, স্বল্প পরিচিত সামগ্রীর বিপণন ও প্রসারে উদ্যোগী হয়েছে। এর ফলে, আদিবাসী মানুষ এবং শিল্পীরা আর্থিক দিক থেকে লাভবান হবেন বলেও তিনি অভিমত প্রকাশ করেন। 

 

CG/BD/DM



(Release ID: 1661074) Visitor Counter : 239