আদিবাসীবিষয়কমন্ত্রক

শ্রী অর্জুন মুন্ডা আগামীকাল যুগান্তকারী এক উদ্যোগের মাধ্যমে উপজাতিদের উৎপাদিত সামগ্রীর বৃহত্তম বাজারের সূচনা করবেন

Posted On: 01 OCT 2020 3:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২০

 

 

কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা ভারতের বৃহত্তম হস্তশিল্প এবং জৈব পণ্যসামগ্রীর বাজার অনলাইনের মাধ্যমে আগামীকাল উদ্বোধন করবেন। মন্ত্রী গান্ধী জয়ন্তী উপলক্ষে 'ট্রাইবস ইন্ডিয়া বৈদ্যুতিন বাজার' – www.market.tribesindia.com -এর সূচনা করবেন। ভার্চ্যুয়াল এই অনুষ্ঠানে দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতী রেণুকা সিং এবং সচিব শ্রী দীপক খান্ডেকর উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত অভিযানের জন্য উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনস্থ সংস্থা ট্রাইফেড এই যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। এখানে দেশের বিভিন্ন প্রান্তের উপজাতিদের তৈরি হস্তশিল্প বিক্রির ব্যবস্থা করা হয়েছে। শ্রী মুন্ডা এই উপলক্ষে ট্রাইফেড-এর এ সংক্রান্ত নানা উদ্যোগের সূচনা করবেন। তিনি  ট্রাইবস ইন্ডিয়ার ১২৩তম আউটলেটটি ঋষিকেশে এবং ১২৪তম আউটলেটটি কলকাতায় উদ্বোধন করবেন। ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের উপজাতিদের তৈরি বিভিন্ন সামগ্রী এখানে স্থান পাবে। ট্রাইফেড-এর সঙ্গে অংশীদারিত্বে অ্যামাজন কোম্পানি উপজাতি জনগোষ্ঠীর বিভিন্ন উৎপাদিত পণ্য বিক্রি করবে। শ্রী মুন্ডা পাকুড় হানির সূচনা করবেন। সাঁওতাল উপজাতি এবং বিলুপ্তপ্রায় পাহাড়িয়া গোষ্ঠীর লোকেরা ঝাড়খণ্ডের পাকুড়ে গাছের ফুল থেকে সংগৃহীত তাজা মধু এই ব্র্যান্ডের মাধ্যমে বিক্রি করবেন।  

 

উপজাতিদের বিভিন্ন হস্তশিল্প ও পণ্যসামগ্রী ট্রাইফেড জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে বিক্রির ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। এর ফলে, বনে বসবাসরত উপজাতি গোষ্ঠীভুক্ত মানুষরা এবং কারিগররা তাঁদের সামগ্রী জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিক্রির সুযোগ পাবেন।

 

 

CG/CB/DM



(Release ID: 1660861) Visitor Counter : 118