আয়ুষ

আয়ুষ মন্ত্রক পুণেতে ভেষজ গাছগাছড়ার জন্য একটি আঞ্চলিক সুবিধাপ্রদান কেন্দ্রের সূচনা করেছে

Posted On: 01 OCT 2020 1:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২০
 
 
 
 
আয়ুষ মন্ত্রকের সচিব শ্রী বৈদ্য রাজেশ কোটেচা গত মঙ্গলবার সাবিত্রীবাঈ ফুলে পুণে বিশ্ববিদ্যালয়ে আয়ুষ মন্ত্রকের অধীন ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্টস বোর্ডের পশ্চিমাঞ্চলীয় শাখায় একটি আঞ্চলিক তথা সুবিধাপ্রদান কেন্দ্রের সূচনা করেছেন। মন্ত্রকের সচিব এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এই সুবিধাপ্রদান কেন্দ্রের সূচনা করেন। এই উপলক্ষে শ্রী কোটেচা ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্টস বোর্ডের উদ্দেশ্যগুলি পূরণের ক্ষেত্রে পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক সুবিধাপ্রদান কেন্দ্রের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, ভেষজ গাছগাছড়ার সংরক্ষণ ও তার প্রসারে এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আত্মনির্ভর ভারত কর্মসূচির আওতায় আগামী প্রকল্পগুলিতে ভেষজ গাছের চাষের প্রসারে আয়ুষ মন্ত্রকের বিভিন্ন প্রয়াসের কথাও তিনি উল্লেখ করেন।
 
ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্টস বোর্ড এখনও পর্যন্ত দেশের অগ্রণী বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠানগুলিতে ২০১৭-১৮ থেকে ছয়টি আঞ্চলিক তথা সুবিধাপ্রদান কেন্দ্র স্থাপন করেছে। আঞ্চলিক সুবিধাপ্রদান কেন্দ্রগুলি ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্টস বোর্ডের বিভিন্ন কর্মসূচির রূপায়ণের ক্ষেত্রে সহ-প্রতিষ্ঠানের ভূমিকা পালন করে থাকে। এছাড়াও, ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্টস বোর্ড রাজ্যস্তরেও একাধিক কর্মসূচি রূপায়ণ করছে। এই কাজে রাজ্যস্তরীয় মেডিসিনাল প্ল্যান্টস বোর্ড, রাজ্য অরণ্য বিভাগ, কৃষি বিভাগ ও উদ্যানপালন বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
পশ্চিমাঞ্চলীয় এই আঞ্চলিক তথা সুবিধাপ্রদান কেন্দ্রটি ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্টস বোর্ডের বিভিন্ন কর্মসূচি পশ্চিমাঞ্চলীয় রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় রূপায়ণ করবে। এই কেন্দ্রটি ভেষজ গাছের সংরক্ষণ ও তার চাষের প্রসারে সাহায্যের পাশাপাশি, আয়ুষ সংক্রান্ত ফার্মাসিগুলির মাধ্যমে বিপণনেরও ব্যবস্থা করবে। 
 
 
 
CG/BD/DM

(Release ID: 1660662) Visitor Counter : 173