আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
‘স্বচ্ছতা কে ৬ সাল, বেমিসাল’ – কেন্দ্রীয় আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রক গান্ধী জয়ন্তীতে স্বচ্ছ ভারত মিশন (শহরাঞ্চল) – এর ছয় বছর পূর্তি উদযাপন করবে
Posted On:
01 OCT 2020 11:13AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ অক্টোবর, ২০২০
কেন্দ্রীয় আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রক আগামীকাল ‘স্বচ্ছতাকে ৬ সাল, বেমিসাল’ শীর্ষক এক ওয়েবিনার আয়োজন করেছে। স্বচ্ছ ভারত মিশন (শহরাঞ্চল) কর্মসূচির ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এই ওয়েবিনার আয়োজন। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী দোসরা অক্টোবর দিনটিকে একটি ওয়েবিনারের মাধ্যমে স্বচ্ছ ভারত মিশনের আওতায় গত ছয় বছরে রাজ্যগুলির অংশীদারিত্বের ভিত্তিতে যে সাফল্য অর্জিত হয়েছে, সে ব্যাপারে আলোকপাত করা হবে। বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী এবং বিভাগীয় সচিব শ্রী দুর্গাশঙ্কর মিশ্র ওয়েবিনারে পৌরহিত্য করবেন। এই উপলক্ষে শ্রী পুরী সারা দেশে কার্যকর উপায়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে উদ্ভাবনমূলক বিভিন্ন পন্থা জনসমক্ষে তুলে ধরতে এক অভিনব জিআইএস পোর্টালের এবং এ সম্পর্কিত একটি পুস্তকের আনুষ্ঠানিক প্রকাশ করবেন। এর পাশাপাশি, তিনি কোভিড-১৯ এর প্রেক্ষিতে দেশের শহরগুলির কার্যকর ব্যবস্থা সম্পর্কিত একটি নথিও প্রকাশ করবেন।
ওয়েবিনারের দ্বিতীয় পর্বে স্বচ্ছ ভারত মিশনের অধীনে গত ছ’বছরে নির্দিষ্ট কয়েকটি রাজ্য ও শহরের লব্ধ অভিজ্ঞতাগুলি বিনিময় করা হবে এবং স্বচ্ছতম ভারত গড়ে তোলার লক্ষ্যে পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে পরিকল্পনা প্রণয়ন করা হবে। এই প্রেক্ষিতে ওয়েবিনারের দ্বিতীয় পর্বে সংশ্লিষ্ট সকলের কাছে মিশনের পরবর্তী পর্যায়ের পরিকল্পনা প্রণয়নে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে।
২০১৪’তে স্বচ্ছ ভারত মিশন (শহরাঞ্চল) কর্মসূচির সূচনার পর পরিচ্ছন্নতা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে লক্ষ্যণীয় অগ্রগতি হয়েছে। এখনও পর্যন্ত ৪ হাজার ৩২৭টি শহরাঞ্চলীয় কর্তৃপক্ষ নিজেদের এলাকাকে প্রকাশ্য-স্থানে শৌচকর্মমুক্ত হিসাবে ঘোষণা করেছে। মিশনের কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে প্রকাশ্য-স্থানে শৌচকর্ম বর্জনের প্রবণতাকে অব্যাহত রাখা এবং এ সংক্রান্ত যাবতীয় বিধি মেনে চলা। উল্লেখযোগ্য বিষয় হ’ল – গুগল মানচিত্রে শৌচকর্ম বর্জিত শহর এলাকা হিসাবে ২ হাজার ৯০০টিরও বেশি শহর জায়গা পেয়েছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এই শহরগুলির ৯৭ শতাংশ ওয়ার্ডে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের ব্যবস্থা পুরোদমে চালু হয়েছে। জঞ্জালমুক্ত শহরের তালিকায় মন্ত্রকের সমীক্ষা অনুযায়ী, ৬টি শহর ফাইভ স্টার রেটিং, ৮৬টি শহর থ্রি স্টার রেটিং এবং ৬৪টি শহর ওয়ান স্টার রেটিং পেয়েছে। মিশনের এই সাফল্য থেকে জনআন্দোলনে পরিণত করেছে। ২০২০-র স্বচ্ছ সর্বেক্ষণে ১২ কোটিরও বেশি নাগরিক এই অভিযানে অংশগ্রহণ করেছেন। এই মিশনের আরও একটি উল্লেখযোগ্য সাফল্য হ’ল – ৮৪ হাজারেরও বেশি বর্জ্য পদার্থ সংগ্রাহকদের প্রচলিত বর্জ্য সংগ্রহ ব্যবস্থার আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে এবং ৫ লক্ষ ৫০ হাজারেরও বেশি স্যানিটেশন কর্মী সরকারের বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছেন।
২০১৪’র দোসরা অক্টোবর প্রধানমন্ত্রী নতুন দিল্লির রাজঘাটে ফ্ল্যাগশিপ কর্মসূচি হিসাবে স্বচ্ছ ভারত মিশনের সূচনা করেন। এই কর্মসূচি গ্রহণের উদ্দেশ্য ছিল জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম সার্ধ শতবার্ষিকীতে অর্থাৎ ২০১৯ – এর দোসরা অক্টোবরের মধ্যে ভারতকে ‘পরিচ্ছন্ন ভারত’ – এ পরিণত করা।
CG/BD/SB
(Release ID: 1660658)
Visitor Counter : 171
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Odia
,
Telugu
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Malayalam