অর্থমন্ত্রক
স্পেশাল স্যাচুরেশন অভিযানের আওতায় ১ কোটি ২২ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ১ কোটি ২ লক্ষ ৬৫ হাজার কোটি টাকার ঋণ সহায়তা
Posted On:
20 AUG 2020 12:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ আগস্ট, ২০২০
কোভিড-১৯-এর অভাবনীয় প্রভাব থেকে কৃষিক্ষেত্রের উন্নয়নের গতি অব্যাহত রাখতে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়ার জন্য একটি স্পেশাল স্যাচুরেশন অভিযান বা বিশেষ ঋণ সহায়তা পরিপূরক অভিযান গ্রহণ করা হয়েছে। এই অভিযানের আওতায় গত ১৭ তারিখ পর্যন্ত ১ কোটি ২২ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ১ কোটি ২ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা ঋণ সহায়তা মঞ্জুর করা হয়েছে। কৃষিক্ষেত্রের জন্য এই বিপুল পরিমাণ অর্থ সহায়তা গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবনে এবং কৃষিক্ষেত্রের অগ্রগতিকে ত্বরান্বিত করতে সুদূরপ্রসারী ভূমিকা নেবে।
উল্লেখ করা যেতে পারে, আত্মনির্ভর ভারত প্যাকেজের আওতায় কেন্দ্রীয় সরকার মৎস্যচাষী ও ডেয়ারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি ২ কোটি ৫০ লক্ষ কৃষকের স্বার্থে সহজ সুদের হারে ২ লক্ষ কোটি টাকা ঋণ সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন।
CG/BD/DM
(Release ID: 1647257)
Visitor Counter : 209
Read this release in:
Marathi
,
English
,
Hindi
,
Punjabi
,
Tamil
,
Urdu
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam