সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
যানবাহনের জ্বালানী হিসাবে হাইড্রোজেন মিশ্রিত প্রাকৃতিক গ্যাসকে (এইচ-সিএনজি) ব্যবহারের বিষয়ে জনগণের কাছ থেকে পরামর্শ আহ্বান কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের
प्रविष्टि तिथि:
23 JUL 2020 9:45AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ জুলাই, ২০২০
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক যানবাহনের জ্বালানী হিসাবে হাইড্রোজেন মিশ্রিত প্রাকৃতিক গ্যাসকে (এইচ-সিএনজি) ব্যবহারের বিষয়ে সাধারণ জনগণের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে পরামর্শ এবং মতামত আহ্বান করেছে।
এ জন্য, গত ২২ জুলাই ৪৬১(ই)সরকারি বিধির আওতায় ১৯৭৯সালের কেন্দ্রীয় মোটরযান আইনের সংশোধনী প্রস্তাবের বিষয়ে একটি বিঞ্জপ্তি প্রকাশ করা হয়েছে।
দেশে যানবাহনে সবুজ জ্বালানী ব্যবহারের বিষয়ে প্রচারের উদ্দেশ্যে মন্ত্রক এই উদ্যোগ নিয়েছে।
এই বিঞ্জপ্তি প্রকাশিত হওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে এই বিষয়ে পরামর্শ এবং মতামত নীচের ঠিকানায় প্রেরণ করা যাবে। ঠিকানাটি হল- কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক,পরিবহন ভবন,পার্লামেন্ট স্ট্রিট, নতুন দিল্লি-১০০০১।
https://mail.google.com/mail/u/0/h/276i6b2b54p3/?&cs=wh&v=b&to=jspb-morth[at]gov[dot]in
ইমেলের মাধ্যমেও মতামত জানানো যাবে।
CG/SS
(रिलीज़ आईडी: 1640689)
आगंतुक पटल : 196