স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহর মধ্যপ্রদেশের রাজ্যপাল শ্রী লালজি টেন্ডনের মৃত্যুতে শোক জ্ঞাপন

प्रविष्टि तिथि: 21 JUL 2020 12:08PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২১শে জুলাই, ২০২০

 

 


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ্‌ মধ্য প্রদেশের রাজ্যপাল শ্রী লালজি টেন্ডনের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন। এক ট্যুইটবার্তায় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, প্রয়াত লালজি টেন্ডন জনসেবায়  তাঁর সারা জীবন উৎসর্গ করেছিলেন।


শ্রী শাহ্‌ বলেছেন যে একজন জনসাধারণের সেবক হিসেবে শ্রী টেন্ডন ভারতীয় রাজনীতিতে তাঁর গুরত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী প্রয়াত রাজ্যপালের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ঈশ্বরের কাছে বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

 


CG/CB


(रिलीज़ आईडी: 1640226) आगंतुक पटल : 254
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Malayalam