প্রধানমন্ত্রীরদপ্তর

লাওসের প্রধানমন্ত্রী ড. থোঙ্গলৌন সিসৌলিথের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা

Posted On: 12 JUN 2020 8:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জুন, ২০২০

 




প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে লাওসের প্রধানমন্ত্রী ড. থোঙ্গলৌন সিসৌলিথের সঙ্গে টেলিফোনে কথা বলেন।


দুই নেতা, বিশ্বজুড়ে কোভিড – ১৯ মহামারির ফলে স্বাস্থ্য ও আর্থিক ক্ষেত্রে উদ্ভুত সঙ্কট নিয়ে আলোচনা করেন। লাওসে এই মহামারির সংক্রমণ আটকাতে সে দেশের সরকারের উদ্যোগের বিষয়ে  শ্রী মোদী প্রশংসা করেন।


কোভিড – ১৯ পরবর্তী সময়ে আন্তর্জাতিক সহযোগিতা এবং দুই দেশের মধ্যে গৃহীত পদক্ষেপ ও অভিজ্ঞতাগুলি ভাগ করে নেবার বিষয়ে উভয় নেতা সম্মত হন।


লাওসের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগাযোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ভাট ফৌ-এ বিশ্ব ঐতিহ্যশালী অঞ্চলটির সংস্কারের কাজে সন্তোষ প্রকাশ করেন। লাওসের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, ক্ষমতা বৃদ্ধি ও বৃত্তির বিষয়ে ভারতের সাহায্যের জন্য ড. সিসৌলিথ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।


ভারতের অন্যতম প্রসারিত প্রতিবেশী লাওসের উন্নয়নমূলক কর্মকান্ডে অংশীদার হওয়ার জন্য শ্রী মোদী ভারতের অঙ্গীকার পুর্নব্যক্ত করেন।

 

 


CG/CB/SFS


(Release ID: 1631279) Visitor Counter : 253