স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯এর বিষয়ে সর্বশেষ তথ্য
সর্বসাধারণের জন্য এলাকাগুলিতে সামাজিক ও আর্থিক কাজকর্মের জন্য সাধারণ পরিচালন পদ্ধতি
Posted On:
05 JUN 2020 2:11PM by PIB Kolkata
নয়াদিল্লী, ০৫ জুন, ২০২০
ভারত পর্যায়ক্রমে সাবধানতা অবলম্বন করে লকডাউন ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে। যেসব জায়গায় কোভিডের সংক্রমণের সম্ভাবনা বেশি সেইসব এলাকাতে সর্বসাধারণের জন্য স্থানগুলিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সাধারণ পরিচালন পদ্ধতির কিছু নির্দেশাবলী প্রকাশ করেছে। সামাজিক ও আর্থিক কাজকর্ম বজায় রেখে কোভিড-১৯এর সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য এই নির্দেশাবলী প্রকাশ করা হয়েছে।
অফিসে এই মহামারীর সংক্রমণ ঠেকাতে সাধারণ পরিচালন পদ্ধতির বিষয়ে জানার জন্য এখানে ক্লিক করুনঃ-
https://www.mohfw.gov.in/pdf/1SoPstobefollowedinOffices.pdf
ধর্মস্থানে কোভিড-১৯এর সংক্রমণ ঠেকাতে সাধারণ পরিচালন পদ্ধতির বিষয়ে জানার জন্য এখানে ক্লিক করুনঃ-
https://www.mohfw.gov.in/pdf/2SoPstobefollowedinReligiousPlaces.pdf
রেস্তোরাঁয় এই মহামারীর সংক্রমণ ঠেকাতে সাধারণ পরিচালন পদ্ধতি জানান জন্য নিচের লিঙ্কে ক্লিক করুনঃ-
https://www.mohfw.gov.in/pdf/3SoPstobefollowedinRestaurants.pdf
শপিং মলে কোভিড-১৯এর সংক্রমণ ঠেকাতে সাধারণ পরিচালন পদ্ধতির বিষয়ে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুনঃ-
https://www.mohfw.gov.in/pdf/4SoPstobefollowedinShoppingMalls.pdf
হোটেল এবং অন্যান্য আতিথেয়তা প্রদানকারী সংস্থায় এই মহামারীর সংক্রমণ ঠেকাতে সাধারণ পরিচালন পদ্ধতি জানতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ-
https://www.mohfw.gov.in/pdf/5SoPstobefollowedinHotelsandotherunits.pdf
সিএস (এমএ)র সুবিধাভোগীদের কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে ওষুধের দাম ফেরত পাবার বিষয়ে মন্ত্রক যে নির্দেশাবলী জারি করেছে তা জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুনঃ-
https://www.mohfw.gov.in/pdf/OPDmedicinesspecialsanctionCOVID.pdf
গত ২৪ ঘন্টায় ৫৩৫৫ জন কোভিড-১৯ সংক্রমিত রোগী সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা হল ১,০৯,৪৬২ জন। সুস্থ হয়ে ওঠার হার ৪৮.২৭ শতাংশ। বর্তমানে ১,১০,৯৬০ জন কোভিড-১৯এ সংক্রমিত রোগী চিকিসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
দেশে বর্তমানে ৫০৭টি সরকারি এবং ২১৭টি বেসরকারী অর্থা মোট ৭২৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা যাচ্ছে। এ পর্যন্ত ৪৩,৮৬,৩৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল ১,৪৩,৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
কোভিড-১৯এর চিকিসার জন্য বর্তমানে ৯৫৭টি কোভিড নির্ধারিত হাসপাতাল রয়েছে। এইসব হাসপাতালে ১,৬৬,৪৬০টি আইসোলেশন বেড, ২১,৪৭৩টি আইসিইউ বেড এবং ৭২,৪৯৭টি বেডে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ২৩৬২টি কোভিড স্বাস্থ্যকেন্দ্র আছে যেখানে ১,৩২,৫৯৩টি আইসোলেশন বেড, ১০,৯০৩টি আইসিইউ বেড এবং ৪৫,৫৬২টি বেডে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে কোভিড-১৯এর মোকাবিলায় ১১,২১০টি কোয়ারেনটাইন কেন্দ্র এবং ৭,৫২৯টি কোভিড স্বাস্থ্যকেন্দ্র রয়েছে যেখানে ৭,০৩,৭৮৬টি বেডের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্র, বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে ১ কোটি ২৮ লক্ষ ৮৮ হাজার এন৯৫ মাস্ক এবং ১ কোটি ৪ লক্ষ ৭৪ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)সরবরাহ করেছে।
কোভিড-১৯ এর বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্যের জন্য এবং এই মহামারী প্রতিরোধের বিষয়ে যে সব নির্দেশিকা জারি করা হয়েছে তা জানতে https://www.mohfw.gov.in/ লিঙ্কটি ক্লিক করুন।
কোভিড-১৯ এর বিষয়ে কোন জিজ্ঞাস্য থাকলে technicalquery.covid19[at]gov[dot]in অথবা ncov2019[at]gov[dot]in - এই দুটি ই-মেলে যোগাযোগ করা যাবে। ট্যুইটার হ্যান্ডেল @CovidIndiaSeva-এ ও প্রশ্ন করা যাবে। এছাড়াও +৯১-১১-২৩৯৭ -৮০৪৬ অথবা নিঃশুল্ক নম্বর ১০৭৫ এ ফোন করা যাবে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড–১৯ সংক্রান্ত হেল্প লাইন নম্বরগুলির তালিকা চাইলে নীচের লিঙ্কে ক্লিক করুন -
https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf
CG/CB/NS
(Release ID: 1629710)
Visitor Counter : 219
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam