মানবসম্পদবিকাশমন্ত্রক

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষার সময়সূচী ঘোষণা

Posted On: 18 MAY 2020 5:04PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ই মে, ২০২০

 



কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’, আজ নতুন দিল্লিতে সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষার সময়সূচী ঘোষণা করেন। মন্ত্রী জানান, দশম শ্রেণীর পরীক্ষা শুধুমাত্র উত্তর – পূর্ব দিল্লির ছাত্র – ছাত্রীদের জন্য অনুষ্ঠিত হবে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষাগুলি উত্তর – পূর্ব দিল্লি সহ সারা দেশের ছাত্র – ছাত্রীদের জন্য অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে, সকাল ১০টা ৩০ থেকে। চলবে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত।

এর আগে ৫ই মে শ্রী পোখরিয়াল, ওয়েবিনারের মাধ্যমে ছাত্র – ছাত্রীদের সঙ্গে মত বিনিময়ের সময় জানিয়েছিলেন, সিবিএসসি-র দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষাগুলি পয়লা জুলাই থেকে ১৫ই জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।


মন্ত্রী জানান, পরীক্ষার দিন ঘোষণার আগে ছাত্র – ছাত্রীরা পরীক্ষার প্রস্তুতির জন্য প্রচুর সময় পাবে। তিনি বলেন, পরীক্ষা চলাকালীন শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টিতে সিবিএসসি-কে নজর রাখতে বলা হয়েছে, যাতে ছাত্র – ছাত্রী এবং শিক্ষক, শিক্ষিকারা সুস্থ থাকেন। মন্ত্রী, সমস্ত ছাত্র – ছাত্রীকে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন। 
 


দশম শ্রেণীর পরীক্ষার সময়সূচী জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন -

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/CLASSWISE%20DATESHEET-X-MONDAY.pdf
 


দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচী জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন -

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/CLASSWISE%20DATESHEETS-XII-MONDAY.pdf

 

 


CG/CB/SFS


(Release ID: 1624954) Visitor Counter : 237