প্রধানমন্ত্রীরদপ্তর

উত্তরপ্রদেশের আউরাইয়ার পথ দুর্ঘটনায় নিহতদের নিকট আত্মীয়কে প্রধানমন্ত্রীর এককালীন সাহায্য ঘোষণা

Posted On: 16 MAY 2020 9:02PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ই মে, ২০২০

 

 


উত্তরপ্রদেশের আউরাইয়ার পথ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের নিকট আত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা করে সাহায্যে দেবার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অনুমোদন করেছেন। 


এই পথ দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের ৫০,০০০ টাকা করে দেবার বিষয়টিকেও প্রধানমন্ত্রী অনুমোদন করেন।

 

 

CG/CB/SS/SFS



(Release ID: 1624647) Visitor Counter : 152