স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা খুব বেশী,দেশের এমন ২০টি জেলায় কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে

Posted On: 03 MAY 2020 8:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩ মে, ২০২০

 

 



কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ২০টি কেন্দ্রীয় জনস্বাস্থ্য দল গঠন করেছে। কোভিড – ১৯ সংক্রমণের হার সবথেকে বেশি দেশের এমন ২০ টি জেলায় এদের পাঠানো হবে । এই জেলাগুলি হলঃ – 


১) মুম্বাই, মহারাষ্ট্র।
২) আহমেদাবাদ, গুজরাট।
৩) দিল্লি (দক্ষিণ – পূর্ব) ।
৪) ইন্দোর, মধ্যপ্রদেশ।
৫) পুণে, মহারাষ্ট্র।
৬) জয়পুর, রাজস্থান।
৭) থানে, মহারাষ্ট্র।
৮) সুরাট, গুজরাট।
৯) চেন্নাই, তামিলনাডু।
১০) হায়দ্রাবাদ, তেলেঙ্গানা।
১১) ভোপাল, মধ্যপ্রদেশ।
১২) যোধপুর, রাজস্থান।
১৩) দিল্লি (সেন্ট্রাল)।
১৪) আগরা, উত্তরপ্রদেশ।
১৫) কলকাতা, পশ্চিমবঙ্গ।
১৬) কুরনুল, অন্ধ্রপ্রদেশ।
১৭) ভাদোদরা, গুজরাট।
১৮) গুন্টুহর, অন্ধ্রপ্রদেশ।
১৯) কৃষ্ণা, অন্ধ্রপ্রদেশ।
২০) লক্ষ্মৌ, উত্তরপ্রদেশ।

এই দলগুলি কোভিড – ১৯ মোকাবিলায় রাজ্যগুলিকে সংক্রমিত জেলা ও শহরে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সাহায্য করবে। এই দলগুলি রাজ্য সরকারকে সবরকমের সহযোগিতা করবে।

 

 


CG/CB/SFS


(Release ID: 1620782) Visitor Counter : 336