আয়ুষ

আয়ুষের মাধ্যমে কোভিড-১৯ সংক্রমিতদের নিরাময়ের উদ্যোগ

Posted On: 24 APR 2020 12:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ এপ্রিল, ২০২০

 

 


আয়ুষ মন্ত্রক, কোভিড – ১৯ এর চিকিৎসার জন্য স্বল্প মেয়াদে গবেষণার প্রকল্পকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। যে সব হাসপাতাল ও প্রতিষ্ঠান, কোভিড – ১৯ এর সংক্রমিতদের চিকিৎসা করছে, তাঁদের থেকে মন্ত্রক, এসংক্রান্ত আবেদন চেয়ে পাঠিয়েছে। আয়ুষের চিকিৎসা পদ্ধতিতে সার্স–কোভ–২ সংক্রমণ এবং কোভিড – ১৯ এর চিকিৎসার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে ঐ প্রস্তাবে সেগুলির উল্লেখ থাকতে হবে। 


এই প্রস্তাবে মন্ত্রক জানিয়েছে, সর্বত্র ৬ মাসের মধ্যে এই গবেষণার কাজ সম্পন্ন করতে হবে। ইনস্টিটিউশানাল এথিক্স কমিটির ছাড়পত্র পেলেই এই প্রকল্পে যোগ্য বলে সংস্থাগুলি বিবেচিত হবে।  সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত মন্ত্রক, এই গবেষণায় সাহায্য করবে।

 

এই বিষয়ে বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কটি ক্লিক করুন।
https://main.ayush.gov.in/event/mechanism-support-short-term-research-projects-evaluating-impact-ayush-interventions-cum.


আবেদনকারীদের emrayushcovid19[at]gmail[dot]com এই ঠিকানায় ১ মে-র মধ্যে তাদের দরখাস্ত পাঠাতে হবে। 

 

 


CG/CB/SFS


(Release ID: 1617955) Visitor Counter : 241