স্বরাষ্ট্র মন্ত্রক

ই-কমার্স সংস্থাগুলিকে শুধুমাত্র অত্যাবশক পণ্য সরবরাহের অনুমতি দেওয়া হল

Posted On: 19 APR 2020 6:45PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ এপ্রিল, ২০২০

 

 


স্বরাষ্ট্র মন্ত্রক, কোভিড – ১৯ এর মোকাবিলা করার জন্য দেশব্যাপী লকডাউনের মধ্যে সমস্ত মন্ত্রক ও বিভাগগুলিকে কিছু কাজকর্মে ছাড় দেওয়ার একটি নির্দেশ জারি করেছে। এই নির্দেশটির বিষয়ে জানার জন্য নীচের লিঙ্কটিকে ক্লিক করুন-


https://www.mha.gov.in/sites/default/files/MHA%20order%20dt%2015.04.2020%2C%20with%20Revised%20Consolidated%20Guidelines_compressed%20%283%29.pdf

 


এসংক্রান্ত সংশোধিত নীতি–নির্দেশিকা অনুযায়ী ই-কমার্স সংস্থাগুলি অত্যাবশক যে সব পণ্য সামগ্রী সরবরাহ করে থাকে, সেগুলিকে লকডাউন সংক্রান্ত নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। এছাড়া ই-কমার্স সংস্থাগুলি অত্যাবশক পণ্য সরবরাহের জন্য যে সব যানবাহন ব্যবহার করবে শুধুমাত্র সেগুলিকেই প্রয়োজনীয় অনুমতি নেওয়ার পর চলাচল করতে দেওয়া হবে। এই সংশোধিত নীতি – নির্দেশিকা অনুযায়ী ই-কমার্স সংস্থাগুলি অত্যাবশক নয়, এধরণের পণ্য সরবরাহ করতে পারবে না।


স্বরাষ্ট্র মন্ত্রক, এই সংক্রান্ত নীতি – নির্দেশিকায় সমস্ত রাজ্যগুলিকে স্পষ্ট করে জানিয়েছে, অত্যাবশক পণ্যের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে তারা যেন যথাযথ ব্যবস্থা নেয়। ই-কমার্স সহ যে কোনো সংস্থা যাতে বাধাহীনভাবে এই সব পণ্য সরবরাহ করতে পারে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।


এসংক্রান্ত সরকারী নির্দেশিকাটি দেখতে নীচের লিঙ্কটি ক্লিক করুন। 
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/DO%20Lr.%20Dt.%2019.4.2020%20to%20Chief%20Secretaries%20reg.%20exclusion%20of%20e-Commerce.pdf

 

 


CG/CB/SFS


(Release ID: 1616208) Visitor Counter : 259