স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জুম মিটিং প্লাটফর্মের নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ

Posted On: 16 APR 2020 4:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ এপ্রিল, ২০২০

 

 


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা দ্য সাইবার কো-অডিনেশন সেন্টার (সাইকর্ড) জুম মিটিং প্লাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা জনিত পরামর্শ জারি করেছে। এই পরামর্শে বলা হয়েছে, সরকারী আধিকারিকরা যেন সরকারী কাজে এই প্লাটর্ফম ব্যবহার না করেন।   


দ্য ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন) এর আগে এক নির্দেশিকায় জানিয়েছিল, জুম, নিরাপদ প্লাটফর্ম নয়। এই নির্দেশিকায় বলা হয়েছে, যে কেউ ব্যক্তিগতভাবে নিজের নিরাপত্তা বজায় রেখে এটি ব্যবহার করতে পারেন। এই নির্দেশিকার মূল উদ্দেশ হল, জুম কনফারেন্স রুমে অবৈধভাবে  ঢুকে পড়ে কেউ যাতে সেই তথ্যের অপব্যবহার করার সুযোগ না পায়।


এই নির্দেশিকাটি দেখার জন্য নীচের লিঙ্কটি ক্লিক করুন। 
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/comprehensive-advisory-Zoom-%20meeting%20platfom-20200412-(2).pdf

 

 


CG/CB


(Release ID: 1615096) Visitor Counter : 293