অর্থমন্ত্রক

কোভিড-১৯ লকডাউনের সময় স্বাস্থ্য ও মোটরগাড়ি (থার্ড পার্টি) বীমা পলিসি হোল্ডারদের জন্য বকেয়া রিন্যুয়ালের প্রিমিয়াম মেটানোর তারিখ বাড়িয়ে ১৫ই মে পর্যন্ত করতে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করেছে

प्रविष्टि तिथि: 16 APR 2020 11:23AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ এপ্রিল, ২০২০

 

 


কোভিড-১৯ লকডাউনের সময় স্বাস্থ্য ও মোটরগাড়ি (থার্ড পার্টি) বীমা পলিসি হোল্ডারদের জন্য বকেয়া রিন্যুয়ালের প্রিমিয়াম মেটানোর তারিখ বাড়িয়ে ১৫ই মে পর্যন্ত করতে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এই ক্ষেত্রের বীমা পলিসি হোল্ডাররা ১৫ই মে পর্যন্ত তাঁদের প্রিমিয়াম প্রদানের সুবিধা পাবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য ও মোটরগাড়ি ক্ষেত্রের (থার্ড পার্টি) বীমা পলিসি হোল্ডারদের বকেয়া প্রিমিয়াম মেটানোর তারিখ ২৫শে মার্চ থেকে তেসরা মে পর্যন্ত পূর্ব নির্ধারিত থাকলেও, এখন তাঁরা বীমা পুনর্নবীকরণের জন্য ১৫ই মে পর্যন্ত সুযোগ পাবেন। করোনা ভাইরাসের প্রেক্ষিতে দেশ জুড়ে বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। থার্ড পার্টি বীমাকারীদের বকেয়া মিটিয়ে বীমা পুনর্নবীকরণের জন্য যাতে আরও সময় দেওয়া যায় এবং তারা তাদের তাঁদের বৈধ দাবি-দাওয়া মিটিয়ে নিতে পারেন, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 


CG/BD/SB


(रिलीज़ आईडी: 1615021) आगंतुक पटल : 281
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam