বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
ফরিদাবাদ অঞ্চলে কোভিড-১৯ পরীক্ষার একমাত্র কেন্দ্র হিসাবে ডি বি টি ইন্সটিটিউট কে অনুমোদন দিল আই সি এম আর
Posted On:
12 APR 2020 11:52AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ এপ্রিল, ২০২০
ফরিদাবাদে অবস্থিত জৈব প্রযুক্তি দপ্তরের পরীক্ষা কেন্দ্র টি এইচ এস টি আইকে কোভিড-১৯ পরীক্ষার কেন্দ্র হিসাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই পরীক্ষা কেন্দ্রটি ই এস আই সি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অঙ্গ হিসাবে কাজ করবে। ফরিদাবাদ অঞ্চলের এটিই হোল একমাত্র কেন্দ্র যাকে কোভিড-১৯ এর পরীক্ষা কেন্দ্র হিসাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।
উল্লেখ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ তাদের অধীনে না থাকা সরকারি পরীক্ষা কেন্দ্র গুলি তেও কোভিড-১৯ পরীক্ষার যে উদ্যোগ নিয়েছে এটি তারই অঙ্গ।
[Contact person: Dr. Siuli Mitra (smitra@thsti.res.in)]
CG/SDG
(Release ID: 1613646)