PIB Headquarters

কোভিড-১৯ নিয়ে পি আই বি থেকে প্রকাশিত দৈনন্দিন বুলেটিন

Posted On: 05 APR 2020 7:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ এপ্রিল, ২০২০

 

 

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক কোভিড-১৯ এর হালনাগাদ

এখন পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৩৩৭৪ টি। মৃতের সংখ্যা ৭৯। সুস্থ হওয়া রোগীর সংখ্যা  ২৬৭। এখন পর্যন্ত দেশের ২৭৪ টি জেলায় কোভিড-১৯ এর সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ওষুধ ও চিকিৎসা সামগ্রী তৈরির সংস্থাগুলি যাতে কোন সমস্যা ছাড়াই কাজ করতে পারে তা দেখার জন্য ক্যাবিনেট সচিব জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611416)

 

টেলিফোনে কথা হল প্রধানমন্ত্রী ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মধ্যে

দুদেশের মধ্যে বিশেষ সম্পর্কের বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন বিশ্ব জুড়ে চলা এই সঙ্কট থেকে মুক্তি পাওয়ার জন্য ভারত মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক যোগে কাজ করবে।দুই রাষ্ট্র নেতাই কোভিড-১৯ ঠেকাতে পূর্ণ শক্তি কাজে লাগিয়ে সহযোগিতার ব্যাপারে সহমত হয়েছেন।

আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611211)

 

টেলিফোনে কথা হল প্রধানমন্ত্রী ও ব্রাজিলের রাষ্ট্রপতির মধ্যে 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রাজিলের রাষ্ট্রপতি জায়ের মেসিয়াস বলসনারোর সাথে টেলিফোনে কথা বলেছেন। অতিমারি কোভিড-১৯ এর সংক্রমণের পরিপ্রেক্ষিতে বিশ্ব পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্র নেতার মধ্যে আলোচনা হয়।

আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611212)

 

টেলিফোনে কথা হল প্রধানমন্ত্রী ও স্পেনের প্রধানমন্ত্রীর মধ্যে  

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ স্পেনের রড়াস্ত্রপতি(প্রধানমন্ত্রী সমতুল্য) পেদ্র স্যাঞ্চে্য পেরেয কাস্তেজঁর সাথে টেলিফোনে কথা বলেছেন। কোভিড-১৯ এর সংক্রমণের পরিপ্রেক্ষিতে বিশ্ব পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্র নেতার মধ্যে আলোচনা হয়।

 আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611208)

 

 লাইফ লাইন উড়ান দেশ জুড়ে ১৬১ টন পণ্য পরিবহণ করেছে।    

লাইফ লাইন পরিষেবার আওতায় ১১৬ টি লাইফ লাইন উড়ান ১৬১ টন প্রয়োজনীয় সামগ্রী পরিবহণ করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও এয়ার ইন্ডিয়া চিন এর সাথে অতি প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আদান প্রদানের জন্য কার্গো এয়ার ব্রিজ স্থাপন করেছে। এয়ার ইন্ডিয়ার ৩ এপ্রিল, ২০২০ থেকে উড়ান চালানর সম্ভাবনা আছে।

আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611355)

 

পি এম কেয়ার্স তহবিলে ৪৩০ কোটি টাকা দিলেন অর্থ মন্ত্রক, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক/ প্রতিষ্ঠানের  আধিকারিক ও কর্মীরা

২২৮.৮৪ কোটি টাকা এসেছে বেতনের থেকে আর ২০১.৭৯ কোটি টাকা এসেছে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সামাজিক দায়বদ্ধতা  (সি এস আর) তহবিল থেকে। 

আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611363)

 

পি এম কেয়ার্স তহবিলে ৩৮.৯১ কোটি টাকা সাহায্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান, স্বনিয়ন্ত্রিত সংস্থা ও বিভিন্ন দপ্তরের

কোভিড- ১৯ প্রতিরোধে সহায়তা করতে পি এম কেয়ার্স তহবিলে ৩৮.৯১ কোটি টাকা সাহায্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ ২৮ টি বিভিন্ন প্রতিষ্ঠান, স্বনিয়ন্ত্রিত সংস্থা ও বিভিন্ন দপ্তরের 

আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=16113785)

 

-চিকিৎসক দের জন্য প্রশিক্ষণ পদ্ধতি তৈরি করল দক্ষিন নৌ কম্যান্ড

দক্ষিন নৌ কম্যান্ডের কোভিড সংক্রমণ বিষয়ক কর্মীগোষ্ঠী ব্যাটল ফিল্ড নার্সিং অ্যাসিস্ট্যান্ট (ব এফ এন এ) নামের একটি প্রশিক্ষণ পদ্ধতি তৈরি করেছে। এই পদ্ধতির সাহায্যে আপতকালিন সময়ে অ-চিকিৎসক ব্যক্তিদেরও কাজে লাগানো যাবে।

আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611157)

 

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বৈঠক করলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী  

স্বয়ম এবং স্বয়ম প্রভা এবং অন্যান্য অন লাইন মাধ্যমকে কাজে লাগিয়ে শিক্ষক ও ছাত্ররা যাতে তাদের পড়াশুনা চালিয়ে যায় তা নিশ্চিত করার নির্দেশ দিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। অনলাইনে পড়াশোনা ও পরীক্ষার বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ইগনৌ এর উপাচার্য অধ্যাপক নাগেশ্বর রাও এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611200)

 

কোভিড-১৯ নিয়ে এইমস ঝজ্জরের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন ডঃ হর্ষবর্ধন

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জানিয়েছেন ঝজ্জরের এইমস-এ কেবলমাত্র কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা হবে।সঙ্কট জনক রোগীদের দ্রুত ও উন্নততর চিকিৎসার জন্য তিনশো শয্যার আইসলেশন ওয়ার্ড প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611392)

 

বিমানে উত্তর পূর্বাঞ্চলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছেঃ ডঃ জিতেন্দ্র সিংহ

ডঃ জিতেন্দ্র সিংহ জানিয়েছেন যে লক ডাউন ঘোষণার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিমানের সাহায্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী উত্তর পূর্বাঞ্চল তথা  জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং দ্বীপ অঞ্চল সহ দূরবর্তী  স্থান গুলিতে পৌঁছে দেওয়া হবে।        

আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611384)

 

পি এম কেয়ার্স তহবিলে সি এস ও আই দিল ২৫ লাখ টাকা

আরও পড়ুন:(http://%20https//pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611124)

 

কোভিড- ১৯ নিয়ে বেসরকারি সংস্থা, অসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা এবং আন্তর্জাতিক সুংস্থাগুলির সাথে বৈঠক করলেন বিশেষ ক্ষমতা সম্পন্ন গোষ্ঠী #৬

 

৩০ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে বিভন্ন শিল্প সংগঠন, আন্তর্জাতিক সুংস্থা এবং সি এস ও দের সাথে ৬টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী সপ্তাহ গুলির জন্য তাদের পরিকল্পানসাকি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং সরকারের কাছ থেকে তারা কি আশা করেন তা নিয়ে আলোচনা হয়। 

আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611253)

 

কোভিড-১৯ এর মোকাবিলায় প্রস্তুত প্রতিরক্ষা সংক্রান্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং অরডন্যান্স ফ্যাক্টরি বোর্ড 

কোভিড-১৯ এর মোকাবিলায় প্রস্তুত প্রতিরক্ষা মন্ত্রকের অধিনস্ত প্রতিরক্ষা সংক্রান্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং অরডন্যান্স ফ্যাক্টরি বোর্ড 

আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611253)

 

কোভিড- ১৯ লকডাউন এর সময়কালে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিদের সাথে দ্বিতীয় ভিডিও  বৈঠক করলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী

শিল্প সংস্থাগুলির ছোটখাটো সমস্যা,  খাদ্য, ওষুধপত্র ইত্যাদির সরবরাহ ব্যবস্থা অবিচ্ছিন্ন রাখার বিষয়গুলি  খতিয়ে দেখতে অভিযোগ কক্ষ খলা হয়েছে। পঞ্চাশ সতানশ অভিযোগের নিষ্পত্তি হয়েছে, বাকি গুলি নিষ্পত্তি হওয়ার মুখে।  

আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611315)

 

অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি প্রযুক্তি কেন্দ্র গুলি কোভিড- ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বিপুল সহায়তা করছে

এম এস এম ই মন্ত্রকের অধিনস্ত আঠারোটি অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি প্রযুক্তি কেন্দ্র গুলি কোভিড- ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বিপুল সহায়তা করছে

আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611318)

 

কোভিড- ১৯ লকডাউনের সময় সাধারণ মানুষের জন্য চিনি, লবন ও ভোজ্য তেলের সরবরাহ সুনিশ্চিত করেছে ভারতীয় রেল

২৩ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে রেল ১৩৪২ ওয়াগন চিনি, ৯৫৮ ওয়াগন লবন এবং ৩৭৮ ওয়াগন ভোজ্য তেল সরবরাহ করেছে। 

আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611333)

 

পি এফ সদস্যদের জন্ম সংক্রান্ত তথ্য সংশোধনের সংশোধিত নির্দেশ জারি করল ই পি এফ ও 

কোভিড-১৯ অতিমারির সময় আর্থিক সুরাহার জন্য ই পি এফ ও তাদের আঞ্চলিক কার্যালয় গুলিকে সদস্যদের অনলাইন অনুরোধ দ্রুত নিস্পত্তির নির্দেশ জারি করেছে।

আরও পড়ুন:(https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=16113337)

 

 

পি আই বি’র আঞ্চলিক কেন্দ্র থেকে পাঠানো খবর

উত্তর পূর্বাঞ্চল

১। অরুনাচল প্রদেশের পাসিঘাটে পঞ্চাশ শয্যার বিশেষ কোভিড-১৯ হাসপাতাল।

২। গুয়াহাটিতে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ১০৫ জনের থেকে লালা রস নেওয়া হল    

৩। মনিপুরে কোভিড-১৯ এর জন্য আলাদা করে রাখা হাসপাতাল গুলিতে জরুরী নয় এমন পরিষেবা বন্ধ 

৪। রাত ৯ টা থেকে ৯ মিনিটের জন্য বিদ্যুতের চাহিদার হেরফের নিয়ে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আছে বলে জানালো মেঘালয়া ইলেকট্রিক কর্পোরেশন। 

 

৫। কোভিড-১৯ প্রতিরোধে মিজরামের বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ দপ্তর ৪.২৮ কোটি টাকা খরচ করেছে। 

৬। নাগাল্যান্ডের সব জেলায়ে তৈরি হবে কোভিড-১৯ হাসপাতাল। এখন পর্যন্ত রয়েছে কোহিমা, মকুকচুং ও ডিমাপুরে।

৭। সীমান্ত শহর রংপো তে বসলো সাপ্তাহিক হাট। মানুষ নির্দেশ না মানায় কয়েক ঘন্টার জন্য শাট ডাউন রইল সিকিম 

৮। রাত ৯ টায় প্রদীপ, টর্চ অথবা মোমবাতি জ্বালানোর আবেদন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

 

দক্ষিনাঞ্চল

কেরালা

দক্ষতার সাথে কোভিড-১৯ এর মোকাবিলা করায় পাথানামথিটা জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের প্রশংসা করলান ক্যাবিনেট সচিব।

কেরালা- কর্ণাটক সীমান্ত বন্ধ থাকায় কাসারগড়ে মৃত্যু হল এক রোগীর।

কাসারগড় মেডিক্যাল কলেজে কোভিদ-১৯ চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হবে। 

তামিলনাড়ু

রাজ্যে আরও দুজনের মৃত্যু। মোট মৃত পাঁচ।

আজ থেকে চেন্নাই এর বাসিন্দাদের পরীক্ষা করবে ৬ হাজার কর্মী

কর্ণাটক

মোট আক্রান্তের সংখ্যা ১৪৬। দুজন নতুনের দেহে সংক্রমণ ব্যাঙ্গালোর শহরে। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু। চিকিৎসার পর ছাড়া হল ১১ জন কে।  

 

অন্ধ্র প্রদেশ

আজ নতুন করে ৩৪ জন সংক্রামিত। সংক্রামিতের সংখ্যা বেড়ে ২২৬।

অধিকাংশ সংক্রমণের খবর এসেছে কুরনুল থেকে। 

 

 

 

CG/SDG


(Release ID: 1611717) Visitor Counter : 226