অর্থমন্ত্রক
‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিসওয়াস’ – এই ভাবধারার উপর গড়ে ওঠা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ভারতের পক্ষে ফলদায়ক হয়েছে : আর্থিক সমীক্ষা ২০২৫-২৬
प्रविष्टि तिथि:
29 JAN 2026 1:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জানুয়ারি, ২০২৬
‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিসওয়াস’ – এই ভাবধারার উপর ভিত্তি করে সরকার সাশ্রয়ী আবাসন, সামাজিক ও খাদ্য নিরাপত্তা, আর্থিক অন্তর্ভুক্তিকরণ, প্রাথমিক সুবিধায় সার্বজনীন সুযোগ এবং স্বাচ্ছন্দ্য বিকাশ ও জীবনযাপনের মানোন্নয়নের উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে। দারিদ্র্য দূরীকরণ, বৈষম্য হ্রাসে ফলদায়ক গুরুত্বপূর্ণ উদ্যোগ আর্থিক সমীক্ষায় বিশেষ জায়গা পেয়েছে। সামাজিক সুরক্ষার আওতায় ২০১৬ সালে জনসংখ্যার ২২ শতাংশ থেকে ২০২৫ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৪.৩ শতাংশ। গ্রামাঞ্চলে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও, প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। উন্মুক্ত স্থানে শৌচকর্ম বন্ধ করার লক্ষ্যে প্রতিটি বাড়িতে শৌচালয় নির্মাণ করা হচ্ছে। সামাজিক ক্ষেত্রগুলিতে সরকারি ব্যয় উন্নয়নের সহায়ক হয়েছে। ২০২২ অর্থবর্ষ থেকে ক্রমাগত এই বৃদ্ধি ঘটে চলেছে। শিক্ষা ক্ষেত্রে ব্যয় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, স্বাস্থ্য ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ ঐ সময়কালে ৮ শতাংশ।
SC/AB/SB
(रिलीज़ आईडी: 2220445)
आगंतुक पटल : 4